বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ২১ আগস্ট ২০২২, ১৬:২৮

আবুধাবি দাবা ফেস্টিভ্যালে বাংলাদেশিদের জয়

আবুধাবি দাবা ফেস্টিভ্যালে বাংলাদেশিদের জয়
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক দাবা ফেস্টিভালে বাংলাদেশের দাবাড়ুরা পঞ্চম রাউন্ডে জয় পেয়েছেন। আবুধাবিতে ২৮ তম আসরে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৩ পয়েন্ট করে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ২ পয়েন্ট এবং ফিদেমাস্টার মেহেদি হাসান পরাগ ১ পয়েন্ট সংগ্রহ করেছেন।

শনিবার রাতে পঞ্চম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ভারতের সংকেত চক্রবর্তীকে পরাজিত করেন। আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান হারিয়েছেন আজারবাইজানের ফিদেমাস্টার আতাকিসিয়েভ এলমারকে। ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া) ইসরাইলের ফিদেমাস্টার মিলিকভ ইয়োআভের সঙ্গে ড্র করেন।

ফিদেমাস্টার মেহেদি হাসান পরাগ ভারতের ফিদেমাস্টার জেইন কাশিশ মনোজের কাছে পরাজিত হয়েছেন। ষষ্ঠ রাউন্ডের খেলা আজ রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়