বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ২০ আগস্ট ২০২২, ১৪:০১

গোড়ালিতে চোট পেলেন হাসান মাহমুদ

গোড়ালিতে চোট পেলেন হাসান মাহমুদ
অনলাইন ডেস্ক

এশিয়া কাপকে সামনে রেখে শনিবার থেকে অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। আর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুতেই দুঃসংবাদ।

পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন হাসান মাহমুদ।

সকাল ১০টায় অনুশীলনের সময় অ্যাঙ্কেলের চোটে মাঠ ছাড়েন এ ডানহাতি পেসার। এখন সব কিছু নির্ভর করছে এক্স-রে রিপোর্টের উপর।

তার ভিত্তিতেই বলা যাবে, ২৭ তারিখে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে সেরে উঠবেন কি না হাসান মাহমুদ।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘অনুশীলের সময় হাসান অ্যাঙ্কেলে চোট পান। এখন মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আছে। এক্স-রে করানো হবে। এরপর রিপোর্ট আসলে জানা যাবে তার বর্তমান অবস্থা। এশিয়া কাপ নিয়ে শঙ্কা কি-না সেটা এক্স-রে রিপোর্ট হাতে না পেয়ে বলা যাচ্ছে না।’

দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করেন হাসান। সেখানে দারুণ পারফর্ম করে নজর কাড়েন টিম ম্যানেজমেন্টের। আর এশিয়া কাপের স্কোয়াডে নাম লেখার সৌভাগ্য হয় কিন্তু ফের ইনজুরিতে তার সৌভাগ্য হাতছাড়া হয় কি-না সেটাই এখন চিন্তার বিষয়।

কারণ, দলীয় সূত্রের খবর, হাসানের চোটের ধরণ দেখে মনে হয়েছে, বিষয়টি বেশ ভুগাবে এ পেসারকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়