প্রকাশ : ২০ আগস্ট ২০২২, ১৩:৩৩
কোথায় খেলবেন মঈন আলি?
প্রায় কাছাকাছি সময়ে হতে চলেছে দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগ ও সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি)।
এর একটিতে যোগ দিলে অপরটিতে খেলার সুযোগ নেই। কিন্তু ইংলিশ অলরাউন্ডার মঈন আলির নাম রয়েছে দুটোতেই। শেষ পর্যন্ত কোনটিকে বেছে নেন তিনি, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
আগামী বছরের ৬ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা আইএল টি-টোয়েন্টি। এদিকে জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির শুরু পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা। সে হিসেবে আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগের মধ্যেই পড়ছে মঈন আলি জাতীয় দলের খেলা।
এমন পরিস্থিতিতে মধুর সমস্যায় পড়েছেন মঈন আলি। নিজ দেশের ফ্রাঞ্চাইজি লিগ নাকি আইএল টি-টোয়েন্টি লিগ খেলবেন, এখনো ঠিক করতে পারেননি এ অলরাউন্ডার। তবে আন্তর্জাতিক দায়িত্বও পালন করেই লিগ দুটির একটিকে পছন্দ করতে হবে মঈনের, তা বলার অপেক্ষা রাখে না।
যদিও আরব আমিরাতের লিগে খেলবেন মঈন এমনটাই বলছেন ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
গণমাধ্যমটি জানিয়েছে, মঈন আলি সংযুক্ত আরব আমিরাতের লিগে খেলবেন বলে সম্মত হয়েছেন।
এমন খবরে অবাক হয়েছে চেন্নাই সুপার কিংস। প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান। দলটির হয়ে আইপিএলে খেলেন তিনি।
চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান, ‘আমরা মাত্রই জানলাম। তার কাছ থেকেই ব্যাপারটি বুঝতে হবে আমাদের।’
আমিরাতের লিগে খেললে মঈনকে দেখা যাবে শারজা ওয়ারিয়র্সের দলে।
সে কথা জানিয়ে শারজা কোচ আর শ্রীধর বলেন, ‘আমরা চূড়ান্ত স্কোয়াডে মঈন আলিকে পেয়ে খুশি। মানসম্পন্ন আন্তর্জাতিক কিছু অলরাউন্ডার আছে আমাদের—মঈন, মোহাম্মদ নবী, ক্রিস ওকস।’