বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ২০ আগস্ট ২০২২, ১১:০৬

ব্রাজিলের তারকাকে রিয়াল থেকে যে দামে কিনছে ম্যানইউ

ব্রাজিলের তারকাকে রিয়াল থেকে যে দামে কিনছে ম্যানইউ
অনলাইন ডেস্ক

কাসেমিরোর দলবদল নিয়ে গুঞ্জন চলছিল কয়েকদিন ধরে। এবার তা বাস্তবে রূপ নেওয়ার পথে। নতুন চ্যালেঞ্জের খোঁজে নয় বছরের রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টেনে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন ৩০ বছর বয়সি ব্রাজিলীয় মিডফিল্ডার।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্য অনুসারে, ব্রাজিলীয় তারকাকে দলে টানতে ৭০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭০ কোটি টাকা খরচ করতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। এর মধ্যে ৬০ মিলিয়ন ইউরো মূল দলবদলের ফি এবং ১০ মিলিয়ন ইউরো বোনাস।

স্বাস্থ্য পরীক্ষার আনুষ্ঠানিকতা শেষে কাসেমিরোকে দলে টানার ঘোষণা দেবে ম্যানইউ।

২০১৩ সালে ব্রাজিলের সাও পাওলো থেকে রিয়ালে যোগ দেন কাসেমিরো। ক্লাবের অনেক সাফল্যের সাক্ষী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। জিতেছেন তিনটি লা লিগা ও পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানালেন, নতুন চ্যালেঞ্জ নিতে উন্মুখ কাসেমিরো। তিনি বলেন, ‘কাসেমিরোর সঙ্গে আমার কথা হয়েছে। সে নতুন চ্যালেঞ্জ নিতে চায়। রিয়ালের জন্য কাসেমিরো যা করেছে, তার এই চাওয়াকে অবশ্যই সম্মান জানানো উচিত। তার জায়গা নেওয়ার মতো খেলোয়াড় আছে আমাদের।’

বিদায়বেলায় কাসেমিরোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ।

ব্রাজিলিয়ান মিডফিল্ডারের বিদায়ের ঘোষণা দিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে স্প্যানিশ চ্যাম্পিয়ন ক্লাবটি লিখেছে, ‘ক্লাব ইতিহাসের অন্যতম অংশ হিসেবে কাসেমিরোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য মাদ্রিদিস্তারা সবসময় তাকে মনে রাখবে। কাসেমিরো ক্লাবের জন্য সবটা দেওয়া একজন অনুকরণীয় খেলোয়াড়।’

২২ আগস্ট কাসেমিরোকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে বলে বিবৃতিতে জানিয়েছে রিয়াল।

রিয়াল মাদ্রিদের হয়ে ৯ মৌসুমে ৩৩৬ ম্যাচ খেলেছেন কাসেমিরো। রিয়ালের জার্সিতে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ৩টি উয়েফা সুপার কাপ, ৩টি লা লিগা, ১টি কোপা দেল রে এবং ৩টি স্প্যানিশ সুপার কাপ শিরোপা উঁচিয়ে ধরেছেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়