প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ১৪:২২
মিথ্যা বলছে মিডিয়া, সত্য জানাবেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন মৌসুমের শুরু থেকেই আলোচনা হয়ে আসছে। এরমধ্যে রোনালদোকে নিয়ে হয়ে গেছে একের পর এক নিউজ।
তবে নিজেকে নিয়ে করা নিউজের ৯৫ শতাংশ মিথ্যা বলে দাবি করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই পর্তুগিজ তারকা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোনালদো মিডিয়াকে নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন। যেখানে তিনি বলেছেন, মিডিয়া মিথ্যা বলছে তাকে নিয়ে।
সম্প্রতি সিআরসেভেন লেনদারিও নামের ফ্যান পেজ থেকে রোনালদোকে নিয়ে চলমান গুঞ্জন নিয়ে বিস্তারিত লেখা হয়। যেখানে ফ্যান পেজটি জানায়, রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেস এই তারকাকে বিক্রি করতে কোনো ক্লাবের সঙ্গে যোগাযোগ করেনি। বরং ৫-৬টি ক্লাব যোগাযোগ করেছে রোনালদোকে কিনতে।
তবে পারশ্রমিকের হিসেব না মেলায় দলবদল করেনি এই তারকা। ফ্যান পেজের এমন দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে রোনালদো সেই পোস্টের নিচে কমেন্টসে লেখেন,
‘কয়েক সপ্তাহের মধ্যে সাক্ষাৎকারের মাধ্যমেই সবাই সত্য জানতে পারবে। মিডিয়া মিথ্যা বলছে। আমার একটি নোট বুক রয়েছে। গত কয়েক মাসে ১০০টি খবর বেরিয়েছে। যার মধ্যে মাত্র পাঁচটি সত্য ছিল। ভাবুন বিষয়টা কেমন!’