বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ০৮ আগস্ট ২০২২, ০৭:৪৭

ভারতীয় স্পিনারদের অসাধারণ কীর্তি

ভারতীয় স্পিনারদের অসাধারণ কীর্তি
অনলাইন ডেস্ক

পাঁচ ম্যাচের সিরিজটা চতুর্থ ম্যাচ শেষেই ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে জিতে নিয়েছিল ভারত। বাকি ছিল শুধু নিয়মরক্ষার শেষ ম্যাচটা। সেখানেও পারল না ওয়েস্ট ইন্ডিজ। ফ্লোরিডায় রোববার আগে ব্যাট করে ৭ উইকেটে ১৮৮ রান করা ভারত ওয়েস্ট ইন্ডিজকে থামিয়ে দিয়েছে ১০০ রানেই। ৮৮ রানের দারুণ জয়ে ভারত দল সিরিজটা শেষ করেছে ৪-১ ব্যবধানে।

ভারতের লেগ স্পিনার রবি বিষ্ণয় ২.৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ৩টি করে উইকেট দুই বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম ইনিংসের ১০টি উইকেটই নিয়েছেন স্পিনাররা।

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য এই কীর্তি আগেই গড়েছেন থাইল্যান্ডের মেয়েরা। ২০১৯ সালে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে মালেশিয়াকে ২৭ রানে অলআউট করে দেওয়া ম্যাচে ১০ উইকেটই নিয়েছিলেন থাই স্পিনাররা।

তাড়া করতে নেমে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজের হয়ে শিমরন হেটমায়ার ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি। ৩৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৬ রান করেন হেটমায়ার। কিন্তু আর কেউ ১৫ রানও করতে পারেনি, দুই অঙ্কেই গেছেন শুধু শামার ব্রুকস (১৩) ও ডেভন টমাস (১০)। এরপর আর এই ম্যাচ জেতা সম্ভব নাকি!

এর আগে ভারতকে দুই শর কাছাকাছি রান এনে দেওয়ার বড় কৃতিত্ব শ্রেয়াস আইয়ার, দীপক হুদা ও হার্দিক পান্ডিয়ার। ৪০ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬৪ রান করেন ওপেনার আইয়ার। তিনে নামা হুদা করেন ২৫ বলে ৩৮। শেষ দিকে ঝড় তুলে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৬ বলে যোগ করেন আরও ২৮ রান।

প্রথম ৩টি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে নড়বড়ে করে দেওয়া অক্ষর প্যাটেল হয়েছেন ম্যাচসেরা। ৫ ম্যাচে ওভারপ্রতি গড়ে ৬.৫৮ রান দিয়ে ৭ উইকেট নেওয়া আকাশদীপ সিং হয়েছেন সিরিজ–সেরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়