প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ১১:৫৯
বায়ার্ন বাস্তবতাকে বিকৃত করছে
চরম আর্থিক সংকটে থাকা বার্সেলোনার এবারের দলবদলে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে দলে ভেড়ানো নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার কমতি নেই। লিডস ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার পর বায়ার্ন মিউনিখ থেকে রবার্ট লেভানডফস্কিকে দলে ভেড়ায় বার্সেলোনা। এরপর জুলস কুন্দের সঙ্গেও চুক্তি করেছে দলটি।
রাফিনিয়ার সঙ্গে বার্সেলোনার চুক্তি নিয়ে বায়ার্নের কোনো মাথাব্যথা ছিল না। কিন্তু লেভানডফস্কিকে দলে ভেড়ানোর পরই ক্যাম্প ন্যুয়ের ক্লাবটির আর্থিক সংকট নিয়ে কথা বলতে শুরু করে বায়ার্নের অনেকেই। মিউনিখের ক্লাবটির কোচ ইউলিয়ান নাগলসমান তো বলেই ফেলেন, ডে ক্লাব এতটা আর্থিক সংকটে আছে, তারা কীভাবে বড় অঙ্ক ব্যয় করে এত এত খেলোয়াড় কেনে!
নাগলসমানের সেই কথার জবাব এত দিন পর দিলেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। বার্সেলোনা এবারের প্রাক্–মৌসুম প্রস্তুতির জন্য প্রীতি ম্যাচ খেলছে যুক্তরাষ্ট্রে। এই সফরের মাঝে এক সংবাদ সম্মেলনে বার্সেলোনা সভাপতি খেলোয়াড় কেনা নিয়ে বায়ার্নের সমালোচনার জবাব দেন।
বায়ার্ন বাস্তবতাকে বিকৃত করছে বলে অভিযোগ করেছেন লাপোর্তা। বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কোচের সমালোচনা নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লাপোর্তা বলেছেন, ‘জার্মানি থেকে আসা মন্তব্য? তাদের উচিত নিজেদের ব্যাংক হিসাবের দিকে তাকানো। লেভানডফস্কির এই চুক্তি থেকে অনেক অর্থ পেয়েছে তারা।’
নাগলসমানের বাস্তব কোনো জ্ঞান নেই, এমনটাই বলেছেন লাপোর্তা। তাঁর কথা, ‘তারা আসলে বাস্তবতাকে বিকৃত করছে। তারা বার্সেলোনার মূল্যই জানে না। যারা খুব বিস্মিত হচ্ছে, তাদের উদ্দেশে আমি বলব, আমরা সচেতন।’
লাপোর্তা এরপর বলতে চেয়েছেন বাজে সময় কাটিয়ে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটি আবার ভালো সময়ে ফিরেছে, ‘আমরা আবার বাজারে ফিরে এসেছি। ওজন, শক্তি আর সত্তাটা ১২২ বছরের। ইতিহাসটা অনেক লম্বা।’