প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ১০:১০
‘বার্সেলোনা একটা ফালতু ক্লাব’
ফ্রেঙ্কি ডি ইয়ংকে পেতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজও নেদারল্যান্ডসের এই মিডফিল্ডারকে আর রাখতে চান না বলে আগেই জানিয়ে দিয়েছেন। কিন্তু বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা বলছেন, ডি ইয়ংকে ছাড়তে চায় না ক্যাম্প ন্যুয়ের ক্লাবটি। ডি ইয়ংকে নিয়ে এই টানাটানির মধ্যেই আবার একটি খবর চাউর হয়ে গেছে ফুটবল বিশ্বে—বার্সার কাছে ১ কোটি ৭০ লাখ ইউরো বেতন বকেয়া আছে ডি ইয়ংয়ের।
বকেয়া বেতন না দেওয়ার জন্য নাকি বার্সা নানা রকমের ফন্দি–ফিকির করছে। ডি ইয়ংয়ের কথা—তিনি অন্য কোনো ক্লাবে যান বা না যান, বার্সার কাছে পাওনা বেতন ফেরত চান! ডি ইয়ংকে নিয়ে লাপোর্তা আরও একটি কথা বলেছেন—তিনি চান ডি ইয়ং বার্সাতেই থেকে যান, আবারও বেতন কাটা হলে সেটা মেনে নিয়েই থাকতে হবে তাঁকে।
বার্সা আর ডি ইয়ংয়ের মধ্যকার এ ঝামেলা নিয়ে কথা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা গ্যারি নেভিল। এ বিষয়ে একজন সমর্থকের করা টুইটে মন্তব৵ করেছেন নেভিল। প্রথমে তিনি কথা বলেন ইউনাইটেডে ডি ইয়ংয়ের সম্ভাব্য দলবদল নিয়ে, ‘সে ইউনাইটেডের সঙ্গে চুক্তি করল, কী করল না, তা নিয়ে আমি মোটেই ভাবছি না।’
নেভিল এরপর লিখেছেন বার্সায় ডি ইয়ংয়ের বেতনের ঝামেলা নিয়ে, ‘কোনো কর্তৃপক্ষ বা ক্লাব তাদের কর্মজীবী বা খেলোয়াড়কে নিয়ে ছিনিমিনি খেলল কি না বা তাদের পাওনা অর্থ না দেওয়ার বিষয় নিয়ে আমি সব সময়ই সরব। বার্সেলোনা তাদের মহান নামের পেছনে একটা ফালতু ক্লাব।’
এবারই প্রথম নয় যে নেভিল বার্সেলোনার সমালোচনা করলেন। এর আগেও তিনি ডি ইয়ংয়ের বিষয়টি নিয়ে কথা বলেছেন। ডাচ মিডফিল্ডারকে তিনি এর আগে বার্সেলোনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।