প্রকাশ : ১৮ এপ্রিল ২০২২, ১৭:১০
ইংল্যান্ডের নতুন ক্রিকেট ডিরেক্টর রব কি
ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেলেন দেশটির সাবেক ক্রিকেটার রব কি। স্কাই স্পোর্টসের হয়ে ব্রডকাস্টিংয়ে সফল ক্যারিয়ার ছেড়ে নিজ দেশের ক্রিকেট দলের দায়িত্ব নেবেন ৪২ বছর বয়সী এ সাবেক ডানহাতি ব্যাটার।
২০১৬ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পরপরই স্কাই স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন রব কি। এখন থেকে তাকে ইংল্যান্ড জাতীয় দলের পরিকল্পনা ও পারফরম্যান্সের পথ গড়তে দেখা যাবে। অন্তর্বর্তীকালীন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউসের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
এর আগে কখনও সাংগঠনিক পর্যায়ে কাজ করেননি রব কি। তবে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজে ধারাভাষ্য কক্ষে মজার ছলে এ বিষয়ে কথা বলা থেকেই শুরু হয় তার সম্ভাবনা। পরে মার্কাস নর্থ নিজেকে এই পদ থেকে সরিয়ে নিলে দায়িত্ব পেয়ে যান রব কি।
অবশ্য খুব একটা ভালো পরিস্থিতিতে ভালো পরিস্থিতিতে দায়িত্ব পেলেন না তিনি। শুক্রবার ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন জো রুট। পাশাপাশি দলে এখন কোনো নতুন হেড কোচও নেই। তাই আগে হেড কোচ বাছাইয়ে মন দিতে হবে রব কিকে।