শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে

প্রকাশ : ০৪ মে ২০২২, ১৯:২৬

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ
অনলাইন ডেস্ক

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ।

সদ্য হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে একধাপ এগিয়ে ৮ম স্থানে বসেছে টাইগাররা। বাংলাদেশের আগের অবস্থান ছিল ৯ নম্বরে।

বুধবার তিন ফরম্যাটের ক্রিকেটের র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। পরের দুই স্থানে ইংল্যান্ড ও পাকিস্তান।

এক ধাপ এগিয়ে চারে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পরের স্থানে অস্ট্রেলিয়া। অজিরাও এগিয়েছে এক ধাপ। তবে দুই ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে বসেছে নিউজিল্যান্ড। অপরিবর্তিত সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ।

২৩৩ রেটিং নিয়ে ক্যারিবিয়ানদের পরে বাংলাদেশের অবস্থান। একধাপ এগিয়ে ৯ম স্থানে শ্রীলঙ্কা। দশে দুই ধাপ পেছানো আফগানিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হলেও ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো পরাশক্তির বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ। টাইগারদের র‌্যাঙ্কিংয়ে এগোনোর ক্ষেত্রে যা বড় ভূমিকা রেখেছে।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়