বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ২৯ জুলাই ২০২২, ১৭:৫০

রোনালদোকে চাইছেন রিভার প্লেইটের সমর্থকরা

রোনালদোকে চাইছেন রিভার প্লেইটের সমর্থকরা
অনলাইন ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়কে কে না দলে পেতে চাইবে। কিন্তু সময়টা তার বড্ড কঠিন যাচ্ছে। একদিকে তার বর্তমান দল এবার চ্যাম্পিয়নস লিগে খেলছে না। তবে লিগে খেলতে মরিয়া রোনালদো। সেটা দলবদল করে হলেও। কিন্তু বায়ার্ন মিউনিখ, চেলসি, পিএসজি জানিয়ে দিয়েছে রোনালদোকে নিয়ে আগ্রহ নেই তাদের। অন্যদিকে অ্যাতলেটিকোর সমর্থকেরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু করেছেন রোনালদোকে যেন ক্লাবের সঙ্গে যুক্ত করা না হয়। এই বন্ধুর সময়ে রোনালদো একটা স্বস্তির খবর পেতেই পারেন।

আর্জেন্টিনার ঐতিহ্যবাহি ক্লাব রিভার প্লেটের সমর্থকেরা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভেড়ানোর দাবি তুলেছেন। টুইটারে হ্যাশট্যাগ #CR7ARiver-এর অধীনে একটি প্রচারাভিযান শুরু করে দিয়েছেন ক্লাবটির সমর্থকরা। ঐতিহ্যবাহি এই ক্লাবের সমর্থকদের চাওয়া রোনালদোর মনে স্বস্তি বয়ে আনতে পারে। আবার আফসোস করে বলতেই পারেন, ইশ ক্লাবটা যদি ইউরোপের হতো!

রোনালদোর মতোই সময়টা ভালো যাচ্ছে না ঐতিহ্যবাহি ক্লাব রিভার প্লেটের। সম্প্রতি তারা হেরেছে ইন্টার ডি ব্রাসিলের কাছে। এই ম্যাচে তাদের আক্রমণভাগের দুর্বলতা ফুটে উঠেছে। একইসঙ্গে এটাও সত্য যে ক্লাবে নতুন কোনো খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সময় আগামী ৪ আগস্ট পর্যন্ত। তাই অন্যতম শক্তিশালী এই ক্লাবের সমর্থকেরা চাইছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে।

কিছুদিন আগে উরুগুয়ের ক্লাব নাসিওনালের সমর্থকেরা অনলাইনে ‘ক্যাম্পেইন’করে ক্লাবের সাবেক খেলোয়াড় লুইস সুয়ারেজকে দলে টানার ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন। সে উদ্যোগটা সফলও হয়েছে, সুয়ারেজ ফিরেছেন নাসিওনালে। নাসিওনাল-সমর্থকদের দেখাদেখি রিভার প্লেটের ভক্তরাও চাইছেন, যদি রোনালদোকে ক্লাবে আনার ব্যাপারে রাজি করানো যায়!#CR7aRiver এই হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটার সয়লাব করে ফেলেছেন রিভার প্লেটের সমর্থকেরা। ফটোশপ করে রোনালদোর শরীরে রিভার প্লেটের জার্সি জুড়ে দিয়ে একের পর এক পোস্ট করে যাচ্ছেন তাঁরা। লক্ষ্য একটাই, ক্লাবকর্তারা যেন রোনালদোকে দলে নিয়ে আসেন!

ফটোশপের মাধ্যমে রোনালদোর হাতে কোপা লিবের্তাদোরেসের (দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নস লিগখ্যাত প্রতিযোগিতা) শিরোপা জুড়ে দিয়ে এক রিভার-ভক্ত লিখেছেন, ‘একজন সমর্থক স্বপ্ন দেখতেই পারেন!’ আরেক সমর্থক রিভার প্লেটের জার্সি পরা রোনালদোর ফটোশপ করা ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার একটা স্বপ্ন আছে।’ স্বপ্নটা যে কি, সেটা না বলে দিলেও চলছে!

কিন্তু এই ক্লাবে খেলার জন্য রোনালদো আটলান্টিক পাড়ি দিবেন কিনা সেটা নিয়ে আছে সংশয়। ইউরোপের বাইরের কোনো ক্লাবের দিকে যে নজর নেই তার। কারণ তিনি মুখিয়ে আছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুম খেলার জন্য। বর্তমান দল ম্যানচেস্টার ইউনাইটেড এ টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারেনি। সেজন্য তিনি ম্যানইউ ছাড়তেও ব্যাকুল হয়ে উঠেছেন। তাই ইউরোপের বাইরে যোগ দিলেও তার চ্যাম্পিয়নস লিগ খেলা হবে না।

এই মুহূর্তে রিভার প্লেটে শুধুমাত্র লুকাস বেলট্রান, মিগুয়েল বোর্জা এবং মাতিয়াস সুয়ারেজ স্কোয়াডে তাদের আক্রমণকারী খেলোয়াড় হিসেবে রয়েছেন। সম্ভবত আগামী কয়েক দিনের মধ্যে আরও একজনকে আনা হবে, তবে সেটা হয়তো ক্লাবের আর্থিকনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে। কিন্তু একজন ভক্ত তো স্বপ্ন দেখতে পারেন, তাই না?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়