বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ২৯ জুলাই ২০২২, ০৯:১০

সমঝোতায় আসলেন না রোনালদো, আবারও বললেন ম্যানইউ ছাড়বেন

সমঝোতায় আসলেন না রোনালদো, আবারও বললেন ম্যানইউ ছাড়বেন
অনলাইন ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদোকে কোনোভাবেই রাজি করাতে পারলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ। চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য যে কোনোভাবেই হোক ম্যানইউ ছাড়তে চান তিনি। সে কারণে, আবারও ম্যানইউর কাছে আবেদন জানিয়েছেন তার সঙ্গে চুক্তিটা শেষ করে দেয়ার জন্য।

মোট কথা কোনওভাবেই ওল্ড ট্র্যাফোর্ডে মন টিকছে না পর্তুগিজ ফুটবলার রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে রোনালদোকে রাখতে কম চেষ্টা করা হয়নি। আলোচনার পর আলোচনা। অনুরোধের পর অনুরোধ।

কোনো কিছুতেই কর্ণপাত না করে এবার ক্লাবকেই তার সঙ্গে চুক্তি ভেঙ্গে করার অনুরোধ জানিয়েছেন স্বয়ং রোনালদো। ক্যারিয়ারের শেষভাগে এসে তিনি আর ইউরোপা লিগ নয় চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান বলেই ম্যান ইউতে না থাকার বিষয়ে তিনি অনড়।

প্রসঙ্গতঃ মৌসুমের দলবদলের শুরু থেকেই শোনা যাচ্ছিল ইউনাইটেড ছাড়তে চান রোনালদো। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার ইচ্ছা রয়েছে পর্তুগিজ তারকার। তবে নতুন ক্লাব এখনও নির্দিষ্ট নয়। সে কারণেও ম্যানইউকে চুক্তি বাতিলের অনুরোধ করেছেন তিনি।

রোনালদো ক্লাবকে জানিয়ে রাখে, ভালো প্রস্তাব এলে যেন তাকে যেন ছেড়ে দেয়া হয়; কিন্তু কোনো ক্লাব থেকেই এখন পর্যন্ত তেমন প্রস্তাব আসেনি। কোনো বড় দলই তাকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি।

তার এজেন্ট হোর্হে মেন্ডেজ জানিয়েছেন, রোনালদোকে যেন এই চুক্তি থেকে মুক্তি দেয়া হয়। ফলে আগামী মৌসুমে সে চ্যাম্পিয়ন্স লিগে খেলা কোনও একটি ক্লাবে যোগ দিতে পারবেন। ম্যানইউয়ের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ আগামী বছরের জুলাই পর্যন্ত। চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে তিনি ৩ লাখ ৬০ হাজার ইউরো বেতন পান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়