বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ১৫:৩৪

‘২৪ বলে ২৪ উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন রশিদ’

‘২৪ বলে ২৪ উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন রশিদ’
অনলাইন ডেস্ক

আফগানিস্তানের রশিদ খান নিশ্চিতভাবে সময়ের সেরা লেগ স্পিনার। জাতীয় দল থেকে শুরু করে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রতিটি দলের জন্য আলোচনায় থাকেন তিনি।

এবার রশিদকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানি লেগ স্পিনার শাদাব খান। পাকিস্তানের জিও টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে শাদাব জানিয়েছেন, বর্তমান ক্রিকেট বিশ্বে তার সবচেয়ে প্রিয় লেগ স্পিনার হচ্ছেন রশিদ খান এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

তবে এরমধ্যে রশিদের প্রশংসা করতে গিয়ে শাদাব খান জানিয়েছেন, রশিদের এমনই এক প্রতিভা আছে, যে কিনা একটি টি-টোয়েন্টি ম্যাচে ২৪ বলে ২৪ উইকেট নেওয়ার ক্ষমতা রাখে।

জিও টিভিতে নিজের সাক্ষাৎকারে শাদাব বলেন, ‘আফগানিস্তানের রশিদ খান এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা আমার ফেভারিট লেগ স্পিনার। রশিদ খান এতটাই প্রতিভাবান লেগস্পিনার যে, একটি টি-টোয়েন্টি ম্যাচে ২৪ বলের স্পেলে ২৪ উইকেট নেওয়ার ক্ষমতা তার আছে। রশিদ খানের হাত থেকে বল বের হলে সেটা খেলা খুব কঠিন।’

শাদাবের চোখে রশিদের শ্রেষ্ঠত্বের প্রমাণ অবশ্য পরিসংখ্যান দিয়েও প্রমাণ করা যায়। রশিদ এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৬১ ম্যাচে ১৩ গড়ে ১০৯ উইকেট শিকার করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতি ১২ বলে একটা করে উইকেট শিকার করেন রশিদ। যেখানে ৩ রানের বিনিময়ে ৫ উইকেট সেরা।

কেবল আন্তর্জাতিক ক্রিকেট নয় সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৩৩৬ ম্যাচে সাড়ে ১৭ গড়ে ৪৬৬ উইকেট পেয়েছেন রশিদ। যেখানে তার স্ট্রাইক রেট মাত্র সাড়ে ১৬।

বল হাতে অবশ্য পাকিস্তানের শাদাব খানও দারুণ সফল। আন্তর্জাতিকে ৬৪ ম্যাচে ২১.৭৯ গড়ে ৭৩ উইকেট শাদাবের। সব ধরনের টি-টোয়েন্টিতেও ২০০ ম্যাচে ২২৬ উইকেট আছে এই পাকিস্তানি লেগ স্পিনারের নামে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়