প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ১৬:৩৭
প্রায় ৬ কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ পাঠালেন সাকিব
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের বিজ্ঞাপন মার্কেটটা অনেক বড়। তাকে নিয়ে রীতিমত কাড়াকাড়ি করেন দেশি-বিদেশি নানান প্রতিষ্ঠান। তবে আইনের ব্যাঘাত ঘটলে সাকিবও ছেড়ে কথা বলেন না।
রোববার সাকিবের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল মোবাইল কোম্পানি প্রতিষ্ঠান বাংলালিংক ও যমুনা ব্যাংককে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি পূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানোর বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাকিব আল হাসানের বিখ্যাত ব্র্যান্ড ইমেজ নিজেদের ব্যাবসায়িক কাজে সীমিত ব্যবহারের বাংলালিংক কম্যুনিকেশন ডিজিটালের (বাংলালিংক) সঙ্গে একটি চুক্তিকে আবদ্ধ হয় ২১-০১-২০১৮ তারিখে। ২০-০১-২০১৬ তারিখে চুক্তির জোন শেষ হলে বাংলালিংক সাকিব আল হাসানের ছবি, ব্রান্ড, স্বাক্ষর সম্বলিত কোনো ছবি বিজ্ঞাপনে ব্যবহার করবে না এটাই শর্ত।
তথাপি বাংলালিংক চুক্তি ভঙ্গ করে, বেআইনিভাবে যমুনা ব্যাংকের এটিএম বুথসহ অন্যান্য জায়গায় সাকিব আল হাসানের ছবি বিজ্ঞাপনে প্রচার করছে নিজেদের ব্যবসায়িক স্বার্থ অন্যায়ভাবে হাসিলের জন্য। এই ধরনের বেআইনি কাজে বাংলালিংক ও যমুনা ব্যাংকের প্রমাণ পাওয়া গেছে।
এই অনৈতিক কাজ ধারা লঙ্ঘন হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৬ ধারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৮ ধারা, কপিরাইট আইন ২০০০ এর ৮২ ধারা ও দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৪০৬,৪২০।
২৪-০৭-০২২ তারিখে লিগ্যাল নোটিশ ইস্যু করে বাংলালিংক ও যমুনা ব্যাংকের কাছে সাকিব আল হাসানের পক্ষে দাবি করা হয়েছে ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা।
আইনি নোটিশে আরও বলা হয়েছে, আগামী সাত কার্যদিবসের মধ্যে নোটিশের পদক্ষেপ না নিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।