প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ১১:১৪
রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দারুণ ব্যাটিং করল ভারত। জোসেফ-মতিদের তুলোধোনা করে ৩০৯ রানের বড় লক্ষ্য ছুড়ে সফরকারীরা।
মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি অধিনায়ক শিখর ধাওয়ান। এরপর শুভমান গিলের ৬৪ ও শ্রেয়াস আইয়ারের ৫৪ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৭ উইকেটে ৩০৮ রান জমা করে ভারত।
ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত হারবে বলেই ধারণা হচ্ছিল। প্রশ্ন উঠে, মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের বিপক্ষে ২০০ পার করতে না পারা দল কি পারবে সিরাজ-চাহালদের বোলিং মোকাবিলা করে রানের পাহাড় ডিঙাতে!
কিন্তু না; দুর্দান্ত ব্যাট করল ওয়েস্ট ইন্ডিজও। যদিও জয়টা পাওয়া হলো না। তবে খেলার ফলাফলকে নিয়ে গেল শেষ বল অবধি।
রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে ভারতের কাছে মাত্র ৩ রানে হারল ক্যারিবীয়রা।
পোর্ট অব স্পেনে রুদ্ধশ্বাস প্রথম ওয়ানডেতে ভারতের কাছে মাত্র ৩ রানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে শিখর ধাওয়ানের ভারত।
মোহাম্মদ সিরাজের করা শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৫ রান। হাতে ৪ উইকেট। শেষ বলে টাইয়ের জন্য দরকার পড়ে ৪, জিততে হলে ছক্কা। সিরাজ দারুণ এক ইয়র্কার দিলে রোমারিও শেফার্ড পায়ে লাগিয়ে নিতে পারেন বাই থেকে মাত্র এক রান।
৩০৯ রানের তাড়ায় শুরুতেই ওপেনার শাই হোপ ব্যক্তিগত ৭ রানে আউট হয়ে গেলেও ১১৭ রানের দারুণ জুটি গড়েন কাইল মায়ার্স ও শামারাহ ব্রুকস।
মায়ার্স ৭৫ ও ব্রুকস ৪৬ রানে আউট হয়ে গেলে দলের হাল ধরেন ব্যান্ডেন কিং। ৬৬ বলে ৫৪ রানের ইনিংস খেলেন।
শেষ দিকে আকিল হোসনে ও রোমারিও শেফার্ডের ৫৬ রানের জুটি শেষ ওভার অবধি জয়ের আশা জাগিয়ে রাখে ক্যারিবীয় শিবিরে। তবে শেষ বলে ছক্কা মারতে না পারায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হলো উইন্ডিজদের।
ভারতের পক্ষে দুটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর আর ইয়ুজবেন্দ্র চাহাল।