বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০৯:৫৯

বৃষ্টি হবে না, তাই আমিরাতে এশিয়া কাপ: গাঙ্গুলি

বৃষ্টি হবে না, তাই আমিরাতে এশিয়া কাপ: গাঙ্গুলি
অনলাইন ডেস্ক

এশিয়া কাপ ক্রিকেটের স্বাগতিক দেশ নিয়ে চলমান ধোঁয়াশা যেন কাটছেই না। এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ছিল শ্রীলঙ্কার ওপর। কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার মাঝে তারা এটি করতে অপারগ।

তাই বিকল্প হিসেবে এসেছিল আরব আমিরাত, বাংলাদেশ ও ভারতের নাম। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিলেন, আরব আমিরাতেই হবে এবারের এশিয়া কাপ।

শুক্রবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সভা শেষে সংবাদমাধ্যমে গাঙ্গুলি বলেছেন, ‘এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। কারণ তখন সেখানে কোনো বৃষ্টি থাকবে না।’ এবারের এশিয়া কাপটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) লঙ্কানরা বলে দিয়েছে যে, এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার মতো অবস্থায় নেই বোর্ড। শ্রীলঙ্কার উত্তাল পরিস্থিতির কারণে এসএলসি সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগও (এলপিএল) স্থগিত করে দিয়েছে।

এসিসির একটি সূত্র জানায়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে যে, তাদের দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে, বিশেষ করে যখন বৈদেশিক মুদ্রার বিষয়ে উদ্বিগ্ন, তখন দেশে ছয় দলের এই বড় ইভেন্টটি আয়োজন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়