প্রকাশ : ২০ জুলাই ২০২২, ১২:৪৬
প্রোটিয়ায় দল কিনছে আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা
বিশ্ব ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য দখল করে নিচ্ছে ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। এবার নিজ দেশ ছেড়ে বিদেশ বিভুইয়ে যাত্রা করছে আইপিএলের দলগুলো। চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স দল হিসেবে না গেলেও এই ফ্র্যাঞ্চাইজির মালিকরা দক্ষিণ আফ্রিকায় নতুন পরিকল্পনা নিয়েই মাঠে নামছেন।
দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টির জন্য মানজি সুপার লিগ অনুষ্ঠিত হয়ে আসছিল। এবার নতুন আরেকটি টি-টোয়েন্টি লিগ আনতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। আর সেখানেই ছয়টি দল অংশ নেবে। যে ছয়টি দলের মালিক থাকবে আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা। দক্ষিণ আফ্রিকায় দল কিনবে তারা।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো নিজেদের এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, সানরাইরজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজির মালিকরা ইতোমধ্যে দল কেনার জন্য বিড করেছে।
প্রতিবেদনে জানা গেছে চেন্নাই সুপার কিংসের মালিক সর্বোচ্চ নিলাম করে জোহানেসবার্গ ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন। মুম্বাইয়ের মালিক রিলায়েন্স ইন্ড্রাস্টিজ কেপ টাউন ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিয়েছে। অন্যদিকে সানরাইজার্সের মালিক সান গ্রুপ কিনেছে এবেখা ফ্র্যাঞ্জাইজি।
গত মৌসুমে ৭০৯০ কোটি রুপি দিয়ে লক্ষ্ণৌ দল কেনা সঞ্জীব গোয়েনকা কিনেছেন ডারবান টিম। রাজস্থান রয়্যালসের মালিক কিনেছে পার্লের টিম। এদিকে দিল্লির সহ-মালিক জিন্ডাল সাউথ ওয়েস্ট স্পোর্টস কিনেছে প্রিটোরিয়া দলকে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার স্পনসরশিপের এই টুর্নামেন্টটি ২০২৩ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো মাঠে নামানোর পরিকল্পনা তাদের। ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে চুক্তি সম্পন্ন হলে ঘোষণা আসবে টুর্নামেন্টটি নিয়ে।
এদিকে অনেকটা মিনি আইপিএলের আঙ্গিকে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। যার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রোটিয়ান সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে। জানুয়ারির উইন্ডোতে অনুষ্ঠিত হলে এটি বিপদ বাড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)।
একই সময়ে চলবে বিপিএলও। এ ছাড়াও একই সময় অন্য তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ চলবে বিশ্বব্যাপী।