প্রকাশ : ১৮ এপ্রিল ২০২২, ১৭:০৩
মার্শেইকে হারিয়ে শিরোপার আরও কাছে পিএসজি
চলতি মৌসুমের লিগ ওয়ান শিরোপা জয়ের খুব কাছে চলে এলো পিএসজি।
কোনো দুর্ঘটনা না ঘটলে ফরাসি জায়ান্টরা যে লিগ শিরোপা পুনরুদ্ধার করছে, তা নিশ্চিত।
সেই অভিযানে আরও একটি সহজ জয় পেয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল। নেইমার ও কিলিয়ান এমবাপ্পের গোলে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে তিক্ত প্রতিদ্বন্দ্বী মার্শেইকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি।
ম্যাচের ১২তম মিনিটে ডি-বক্সের ভেতর মার্কো ভেরাত্তির চিপে দুর্দান্ত অ্যাক্রোবেটিক শটে জাল খুঁজে নেন নেইমার। চলতি মৌসুমে পিএসজির হয়ে ব্রাজিলিয়ান সুপারস্টারের এটি ১১তম এবং ছয় ম্যাচের মধ্যে তৃতীয় গোল।
এরপর প্রথমার্ধের যোগ করা পঞ্চম মিনিটে স্পট-কিক থেকে পিএসজির ব্যবধান বাড়ান এমবাপ্পে। পিচ মনিটরে হ্যান্ডবল দেখে পিএসজিকে এই পেনাল্টি উপহার দেন রেফারি। বিরতির পর চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি হোর্হে সাম্পওলির দল। গোল পেতে পারতেন লিওনেল মেসিও। তবে ভিএআর দেখে অফসাইডের কারণে আর্জেন্টাইন ফরোয়ার্ড ও এমবাপ্পের দুটি গোল বাতিল করে দেন রেফারি। ম্যাচের শেষদিকে অফসাইডে গোল বাতিল হয়েছে মার্শেইরও।
এবার শিরোপা জিতলে মার্শেই ও সেঁত-এতিয়েনের একটি রেকর্ডেও ভাগ বসাবে ফরাসি জায়ান্টরা। সর্বোচ্চ ১০ বার করে লিগ ওয়ান চ্যাম্পিয়ন হয়েছে দুই দল। এবার জিতলে তাদের সমান লিগ শিরোপা হবে পিএসজিরও।
এই জয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা মার্শেইয়ের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে গেল পচেত্তিনোর দল। ৩২ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭৪।
সূত্র: দেশ রূপান্তর