প্রকাশ : ১১ জুলাই ২০২২, ০৮:৫৫
ওয়ানডেতে ১০০ ছয় মেরে রান আউট তামিম
শুরু যতটা সুন্দর করে সম্ভব সেটাই করেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতই রান তুলতে থাকেন টাইগার অধিনায়ক।
এক প্রান্তে ওপেনার লিটন দাসকে হারালেও ব্যাট হাতে দলকে এগিয়ে নিচ্ছিলেন সুন্দর। ২৫ বলে ৪ চার ও ১ ছয়ে করে ফেরেছিলেন ৩৩ রান।
ওই ছয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ছক্কার শতকও পূর্ণ করেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম। অ্যান্ডারসন ফিলিপকে লেগসাইডে উড়িয়ে এই মাইলফলক স্পর্শ করেন তামিম।
এই তালিকায় তামিমের পরেই আছেন মুশফিকুর রহিম। ওয়ানডেতে মুশফিক হাঁকিয়েছেন ৮৫ ছয়। তিনে আছেন ৭১ ছয় মারা মাহমুদউল্লাহ।
তবে এরপরের ওভারে সিঙেল নিতে গিয়ে অ্যান্ডারসন ফিলিপের এক দারুণ থ্রোতে রান আউট হয়ে ফেরেন তিনি।
তামিম ৩৩ রান করে ফিরলেও ১০ ওভার শেষে ভালো অবস্থানে আছে টাইগাররা। ১২ ওভারে ২ উইকেটে ৬৯ রান তুলেছে বাংলাদেশ।
তামিমের আগে লিটন ফিরেছিলেন ১ রান করে। মাঠে নাজমুল শান্ত ২৬ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৪ রান করে অপরাজিত আছেন।
জিততে হলে ২৯ ওভারে বাংলাদেশকে আর করতে হবে ৮১ রান। ওভারপ্রতি লাগবে ২.৮ করে।