বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ০৯ জুলাই ২০২২, ১১:১১

যে জার্সি পরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা

যে জার্সি পরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক

প্রথম দল হিসেবে আসন্ন কাতার বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শুক্রবার ৮ জুলাই আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন নিজস্ব টুইটার অ্যাকাউন্টে কাতার বিশ্বকাপ জার্সি গায়ে মেসির একটি ছবি প্রকাশ করে।

সেই ছবিতে দেখা যায় বিশ্বকাপের বল ‘আল রিহলা’ হাতে কাতার বিশ্বকাপের জার্সি গায়ে হাস্যোজ্জ্বল রয়েছেন মেসি।

আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের জার্সিটি তাদের ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের জার্সিটির প্রায় কাছাকাছিই। নতুন জার্সিটির সামনের দিকে তিনটি আকাশী-নীল স্টেপ এবং দুটি সাদা স্টেপ রয়েছে। যেখানে থাকছে নির্দিষ্ট ফুটবলারের জার্সি নাম্বার।

পেছনের দিকে দুইপাশে দুটি আকাশী-নীলের মোটা দাগ এবং মাঝে আর্জেন্টিনার পতাকার আদলে ডিজাইন করা হয়েছে।

এদিকে বরাবরের মতো আর্জেন্টিনার জার্সিটির স্পন্সর হলো অ্যাডিডাস। ২০১৮ সালের মতো এবারও নিজেদের তিনটি লম্বা কালো স্টেপ কাঁধের উপরে রেখেছে স্পন্সর কর্তৃপক্ষ।

চলতি বছরের ২১ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ। যেখানে ‘সি’ গ্রুপে জায়গা করে নিয়েছে মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে গ্রুপ পর্বে দলটি লড়বে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ডের বিপক্ষে।

গত বছর কোপা আমেরিকা জেতার পর চলতি বছর ফাইনালিসিমা জেতা আর্জেন্টিনা এবারের কাতার বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়