শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২২, ১০:৩২

আচমকাই টেস্ট দলে সুযোগ পেলেন মোসাদ্দেক

আচমকাই টেস্ট দলে সুযোগ পেলেন মোসাদ্দেক
অনলাইন ডেস্ক

মেহেদী হাসান মিরাজের চোটে ভাগ্য খুলেছিল নাঈম হাসান। মিরাজের বদলি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে ডাক পেয়েছিলেন এই অফস্পিনার।

কিন্তু আচমকাই মিরাজের বদলি হিসেবে এবার জাতীয় দলের দরজা খুলে গেল মোসাদ্দেক হোসেন সৈকতের জন্যও।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, নাঈম লম্বা সময় ধরে খেলার বাইরে ছিলেন। এছাড়াও মিরাজের অনুপস্থিতিতে একজন ব্যাটিং অলরাউন্ডারকে দলে রাখার প্রয়োজন অনুভব করছিলেন তারা। সেজন্য নাঈম হাসানের পাশাপাশি চমক জাগিয়ে মোসাদ্দেককে দলে টেনেছেন তারা।

২৯ এপ্রিল গণমাধ্যমকে জাতীয় দলের এই প্রধান নির্বাচক জানিয়েছেন, ‘যেহেতু মিরাজ নেই, নাঈম কিছুদিন ধরে খেলার বাইরে আছে। তাই একজন ব্যা টিং অলরাউন্ডার নিলাম। ক্যাম্পে দুজন কেমন করে, কী অবস্থায় আছে, সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ ডিপিএলে ব্যাটে-বলে দারুণ ফর্মে ছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। ১৫ ম্যাচে ৭ ফিফটিতে ৬৫৮ রানের পাশাপাশি বল হাতে ১৬ উইকেট শিকার করেছিলেন তিনি। যদিও যেই ফরম্যাটের জন্য দলে ডাক পেয়েছেন মোসাদ্দেক ঘরোয়া ক্রিকেটে সেই প্রথম শ্রেণিতে সর্বশেষ দুই মৌসুমেই ব্যাট-বল হাতে ব্যর্থ এই ক্রিকেটার।

২০১৯-২০ এবং ২০২০-২১ দুই মৌসুম মিলিয়ে বল হাতে মোটে ২ উইকেট নিতে পেরেছিলেন মোসাদ্দেক। ব্যাট হাতেও দুই মৌসুম মিলিয়ে ৬ ম্যাচের ১০ ইনিংসে করতে পেরেছিলেন মোটে ২৫৪ রান। বলা চলে, সদ্য শেষ হওয়া ডিপিএলে দারুণ খেলার জন্য টেস্ট দলে জায়গা করে নিলেন মোসাদ্দেক।

২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে জাতীয় দলে সুযোগ মেলে মোসাদ্দেকের। সেই ম্যাচে ক্যারিয়ার সেরা ৭৫ রানের ইনিংস খেলেছিলেন এই ক্রিকেটার। পরের টেস্ট খেলেছেন এক বছর পরে সেই শ্রীলঙ্কার বিপক্ষে। সর্বশেষ টেস্ট খেলেছেন আফগানদের বিপক্ষে ২০১৯ সালে। মোট ৩ টেস্টে ১৬৪ রান করেছেন মোসাদ্দেক। বল হাতে পাননি কোনো উইকেটই।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়