বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ৩০ জুন ২০২২, ১৩:১২

ব্যালন ডি অর জেতার আশায় লবিং করেছিলেন রামোস!

ব্যালন ডি অর জেতার আশায় লবিং করেছিলেন রামোস!
অনলাইন ডেস্ক

২০১৮ সালে ব্যালন ডি অর জেতার আশায় লবিংয়ের আশ্রয় নিয়েছিলেন রিয়াল মাদ্রিদ ও স্পেনের অধিনায়ক সার্জিও রামোস- এমনটাই জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল কনফিডেনশিয়াল। যা এখন ইউরোপিয়ান ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এল কনফিডেনশিয়ালের প্রতিবেদনে উঠে এসেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের সঙ্গে সার্জি রামোসের ব্যক্তিগত কথোপকথন। যেখানে ব্যালন জিতিয়ে দিতে রুবিয়ালেসকে অনুরোধ করছিলেন রামোস।

ব্যক্তিগতভাবে ২০১৮ সালটি দারুণ কেটেছিল রামোসের। তাই তিনি আশা করেছিলেন, ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি অর হয়তো পেতেও পারেন। তাই সেই সম্ভাবনা আরও জোরালো করতেই মূলত রুবিয়ালেসের দ্বারস্থ হয়েছিলেন রিয়াল অধিনায়ক।

ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ বার্তায় দেখা যাচ্ছে রুবিয়ালেসের উদ্দেশ্যে রামোস লিখেছেন, ‘শুভ সন্ধ্যা রুবিয়ালেস। আশা করছি পরিবার-পরিজন নিয়ে ভালো আছো। তুমি জানো, আমি কখনও তোমার কাছে কিছুই চাইনি। তবে আজ আমি সেটি করতে চাচ্ছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি, এ বছরটি আমার জন্য স্পেশাল ছিল এবং আমার পারফরম্যান্সও ভালো ছিল। আমি চাই, তোমার পক্ষে যতটা সম্ভব এবং উয়েফায় তোমার যত পরিচিত আছে তাদের মাধ্যমে আমাকে ব্যালন ডি অর জিততে সাহায্য করো।’

রামোস শেষ করেন এভাবে, ‘(তুমি এটি করলে) আমি জীবনের বাকি সময় তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। এটি শুধুমাত্র আমার জন্য নয়, স্প্যানিশ ফুটবলের জন্যও বড় পাওয়া হবে। আমি মনে করি, স্প্যানিশ ফুটবলও এটি ডিজার্ভ করে। তোমার জন্য অনেক ভালোবাসা।’

রিয়াল অধিনায়কের এ বার্তার জবাবে রুবিয়ালেস লিখেছেন, ‘হেলো সার্জিও! প্রথমত তোমাকে অভিনন্দন। সত্যিই দারুণ একটি বছর কাটিয়ে তুমি। আশা করি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও ভালো খেলবে। তবে ব্যালন ডি অরের ব্যাপারে কিছুই আমার হাতে নেই। তবে আমি যদি তোমাকে কিছু দিয়ে সাহায্য করতে পারি, সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারো।’

এমন প্রতিউত্তরের বিপরীতে রামোস ফের লিখেন, ‘আমি জানি এগুলো তোমার হাতে নেই। তবে ব্যক্তিগত সম্পর্কেরও বড় প্রভাব থাকে। ইনফান্তিনো (ফিফা সভাপতি) দ্য বেস্ট পুরস্কার দেয়। এটিও খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি তোমার সাহায্যের দিকে চেয়ে আছি। তুমি যেদিন চাও আমরা দেখা করবো এবং মধ্যাহ্নভোজ সারবো।’

উল্লেখ্য, এর আগে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ এবং বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকের বিতর্কিত সব বার্তা ও অডিও ফাঁস করে হইচই ফেলে দিয়েছিল এল কনফিডেনসিয়াল। এবার তারা বলছে, শুক্রবার রামোস ও রুবিয়ালেসের ফোন কলও ফাঁস করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়