বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ৩০ জুন ২০২২, ১২:২৬

নিয়ম ভেঙে রেস্তোরাঁয় কোহলি-পন্থরা, সমালোচনার ঝড়

নিয়ম ভেঙে রেস্তোরাঁয় কোহলি-পন্থরা, সমালোচনার ঝড়
অনলাইন ডেস্ক

শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট। গত বছর ইংল্যান্ড সফরে এসে শেষ ম্যাচটি না খেলেই দেশে ফিরেছিল টিম ইন্ডিয়া।

এবার সেই টেস্টটিই আয়োজিত হতে চলেছে এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে। কিন্তু তার আগেই চিন্তার কালো মেঘ ভারতীয় শিবিরে।

দ্বিতীয়বারের টেস্টেও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা। যে কারণে শুক্রবারের ম্যাচে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

এ নিয়ে যখন চিন্তার সাগরে নিমজ্জিত ভারতের নির্বাচকরা, তখন দেখা গেল একটি রেস্তোরাঁয় হইহুল্লোড় আর আড্ডায় মেতেছেন ভারতীয় দলের অন্য সদস্যরা।

যেখানে ছিলেন দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। এ ছাড়া ঋষভ পন্থ, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ ও কমলেশ নাগারকোটির মতো তরুণরা ছিলেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম ভেঙে সেই রেস্তোরাঁয় গেছেন কোহলি-পন্থরা।

বিসিসিআইয়ের পক্ষ নিষেধাজ্ঞা রয়েছে যে, কোনোরকম জনসমাগমে যাওয়া যাবে না। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা-ই করলেন না ভারতীয় খেলোয়াড়রা।

কোহলির মতো দলের সিনিয়র খেলোয়াড় হয়েও কেন এমন কাজ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

কেন ভারতীয় দলের খেলোয়াড়রা গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। কোচ রাহুল দ্রাবিড়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মাঝে।

এদিকে বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন, রোহিত শেষ পর্যন্ত খেলতে না পারলে শুক্রবারের টেস্টে দলকে নেতৃত্ব দেবেন পেসার জাসপ্রিত বুমরাহ। আর রোহিতের জায়গায় ব্যাট হাতে নামতে পারেন মায়াঙ্ক আগারওয়াল।

প্রসঙ্গত, করোনার কারণে গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে একেবারে শেষ মুহূর্তে ম্যানচেস্টার টেস্ট বাতিল হয়ে যায়। ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। বাতিল হওয়া ম্যানচেস্টার টেস্ট ১ জুলাই শুরু হবে বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে।

তথ্যসূত্র: এবিপি আনন্দ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়