প্রকাশ : ২৫ জুন ২০২২, ১২:৪২
পদ্মা সেতু উদ্বোধনের আনন্দে বিসিবিতে কেক কেটে উদযাপন
বহুল আকাঙ্খিত পদ্মা সেতু জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে আজ। বেলা ১২টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্রোতস্বীনি পদ্মার বুকে গড়া ওঠা সেতুটির উদ্বোধন করেছেন। সেই আনন্দ ছুঁয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মিরপুরে বিসিবির হোম অব ক্রিকেটে আনন্দ উৎসবে মেতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিশাল এক কেক কেটে উদযাপন করেছে বিসিবি।
পদ্মা সেতুর উদ্বোধনের দিনে ক্রিকেট নিয়ে কোনো কথা বলতে রাজি হননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজকে কেবল পদ্মা সেতু নিয়ে আলোচনা হবেন জানিয়ে নাজমুল হাসান বলেন, ‘আজকে শুধু পদ্মা সেতু, আজকে ক্রিকেট না। আমরা যেহেতু পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আছি, এখানে আজ ক্রিকেট না। আমাদের এখানের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে সাকিব, তামিমরা কেক কাটছে ওদের বক্তব্য রাখছে। এটা শেষ হোক…’