প্রকাশ : ১৭ জুন ২০২২, ১৬:১৯
অসহায়ত্ব নিয়ে আমি চলাফেরা করি না : সাকিব
সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়। বিশ্বের মধ্যে বাংলাদেশের প্রথম সুপার স্টারও। ব্যাটিং ও বোলিং পারফরম্যান্স দিয়ে নিজেকে অন্য সব টাইগার ক্রিকেটার থেকে যোজন দূর এগিয়ে রেখেছেন বাংলাদেশের এই মহাতারকা।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পার করে ফেলেছেন। দলের সিনিয়র হিসেবে নিজের পারফরম্যান্স ও ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক দিয়ে সাহায্য করছেন দলকে। প্রয়োজনে সতীর্থ এবং জুনিয়র ক্রিকেটারদের নিয়মিত মোটিভেটও করছেন। তবুও বাংলাদেশের টেস্ট দলের পারফরম্যান্স হতাশাজনক।
উইন্ডিজদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষেও হতশ্রী পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। ব্যতিক্রম সাকিব। নিজে করেছেন ফিফটি, দলের স্কোর শতরান পার করিয়েছেন। দলের ব্যাটিংয়ের এমন অসহায়ত্বের পর অধিনায়ক নিজেও কি অসহায় হয়ে যান কি না, এমন প্রশ্ন করা হয় সাকিবকে।
তবে এই ক্রিকেটার জানিয়েছেন, এসব অসহায়ত্ব নিয়ে তিনি চলাফেরা করেন না। সাকিবের ভাষ্যে,
‘এতো অসহায়ত্ব নিয়ে আমি আসলে চলাফেরা করি না। জীবনের অনেক সময় পার করেছি ক্রিকেট নিয়ে, এখন আর এগুলো নিয়ে ভাবার সময় নাই। মাঠে সবাইকে মোটিভেট করার কাজ আমার। সে জায়গা থেকে আমি যথেষ্ট করি
যদিও এটা একটা টিম গেম, তবে প্রত্যেকে একসাথে হলেই কিন্তু টিম গেমটা হবে। আবার প্রত্যেকে আলাদা আলাদা হলে এটা হবে না। সেদিক থেকে আমার খুব বেশি হতাশ হওয়ার কারণ নেই, আবার আমি জিতে গেলেও খুব বেশি উত্তেজনা দেখাব না।’
সূত্র: আরটিভি