বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ১৬ জুন ২০২২, ১২:৫৬

হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে ভারতীয় দল ঘোষণা

হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে ভারতীয় দল ঘোষণা
অনলাইন ডেস্ক

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে অভিষেক আসরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতেছে গুজরাট টাইটান্স। এবার ভারতের নেতৃত্বেও দেখা যাবে হার্দিককে। বুধবার আয়ারল্যান্ড সফরের জন্য ১৭ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলের অধিনায়ক করা হয়েছে হার্দিককে।

আয়ারল্যান্ড সফরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সফরে কোচ হিসেবে ভারতীয় দলের সঙ্গে যাওয়ার কথা ভিভিএস লক্ষণের। একই সময়ে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার কারণে বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থদের আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে রাখেনি বিসিসিআই।

আইরিশদের বিপক্ষে সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে ভূবনেশ্বর কুমারকে। দলে ডাক পেয়েছেন রাহুল ত্রিপাঠি, ফিরেছেন সানজু স্যামসনও। বর্তমানে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পন্থের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন হার্দিক।

আয়ারল্যান্ড সফরে ভারতের স্কোয়াড

হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভূবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), ঈশান কিশান, রুতুরাজ গায়কোয়াড়, সানজু স্যামসন, সূর্যকুমার যাদব, বেঙ্কটেশ আয়ার, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, হার্শাল প্যাটেল, আবেশ খান, উমরান মালিক এবং আর্শদীপ সিং।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়