বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ১৫:২৪

রুদিগারকে চেনেন না আনচেলত্তি!

রুদিগারকে চেনেন না আনচেলত্তি!
অনলাইন ডেস্ক

চলতি মৌসুম শেষে চেলসি ছাড়ছেন আন্তনিও রুদিগার।

বিখ্যাত স্প্যানিশ ফুটবল সাংবাদিক গুইলেম বালাগ-সহ অনেকে দাবি করেছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে জার্মান ডিফেন্ডার।

তবে সান্তিয়াগো বার্নাব্যুর কোচ কার্লো আনচেলত্তি সেই খবর উড়িয়ে দিলেন। এই মৌসুম শেষে রুদিগারের সঙ্গে চুক্তির বিষয় নিয়ে হতভম্ব হওয়ার মতো তথ্য দিলেন তিনি।

এই সপ্তাহে স্পোর্টসমেইল জানিয়েছিল, এই গ্রীষ্মে লা লিগা জায়ান্টদের সঙ্গে চার বছরের চুক্তি করবেন চেলসি ডিফেন্ডার।

বিন স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে রুদিগারের সম্ভাব্য ট্রান্সফার নিয়ে প্রশ্নে আনচেলত্তি জানালেন, ‘সে কে?’ অবশ্য উত্তরটা মজা করেই দিয়েছেন ইতালিয়ান কোচ। অবশ্য রুদিগারের সঙ্গে চুক্তির ব্যাপারে তেমন কিছু খোলাসা করেননি আনচেলত্তি, ‘সে চেলসির খেলোয়াড়, এখনো সে চেলসির খেলোয়াড়। আমি এই ব্যাপারে কিছুই বলতে পারব না।’

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়