বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ১৫:০৩

বার্নাব্যুতে জাদু দেখতে প্রস্তুত হতে বললেন বেনজেমা

বার্নাব্যুতে জাদু দেখতে প্রস্তুত হতে বললেন বেনজেমা
অনলাইন ডেস্ক

ইতিহাদে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর সেমিফাইনালের প্রথম লেগে ৪-৩ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।

তবে ফিরতি লেগ জয়ের ব্যাপারে আশাবাদী লস ব্লাঙ্কোসদের আক্রমণভাগের নায়ক করিম বেনজেমা।

রিয়াল হারলেও ইতিহাদে জোড়া গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড। তিনবার পিছিয়ে পড়েও সমতায় ফিরতে চেষ্টা করেছে কার্লো আনচেলত্তির দল। সেই সঙ্গে তিন অ্যাওয়ে গোল নিয়ে মাদ্রিদের জন্য রোমাঞ্চ জমিয়ে রাখল স্প্যানিশ জায়ান্টরা।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা বেনজমাও আশাবাদী, শেষ চারে জিতে রিয়াল ফাইনালে জেতে পারবে। মোভিস্টার প্লাসকে তিনি বলেন, ‘কিছু জাদু দেখার জন্য আমাদের সমর্থকদের প্রস্তুত হওয়ার জন্য সতর্ক করে দিতে চাই। সান্তিয়াগো বার্নাব্যুতে আমরা দ্বিতীয় লেগে জিতব।’

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়