বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ১০ জুন ২০২২, ১৯:৩১

বর্ষসেরা সালাহ, একাদশে রোনালদো

বর্ষসেরা সালাহ, একাদশে রোনালদো
অনলাইন ডেস্ক

খুব কাছে গিয়েও ২০২১-২২ মৌসুমের প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে জিততে পারেননি মোহামেদ সালাহ। তবে পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত খেলার ব্যক্তিগত পুরস্কার ঠিকই পেলেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড।

প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সালাহ। নারী ফুটবলে এই পুরস্কার জিতেছেন চেলসির স্যাম কার। এর আগে দুজনে যথাক্রমে প্রিমিয়ার লিগ ও নারী সুপার লিগের গোল্ডেন বুট জিতেছেন।

পেশাদারি ফু্টবলারদের ভোটে এ নিয়ে দ্বিতীয়বার বর্ষসেরা নির্বাচিত হলেন সালাহ। ক্যারিয়ারে দু’বার এই পুরস্কার জেতা ষষ্ঠ ফুটবলার তিনি। মার্ক হিউজেস, অ্যালান শিয়েরার, থিয়েরি অঁরি, গ্যারেথ ও গত মৌসুমের পুরস্কারজয়ী কেভিন ডি ব্রুইনের পরে সালাহ। ২০১৮ সালে প্রথম পিএফ ‘র বর্ষসেরা নির্বাচিত হন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।

২০২১-২২ মৌসুমের প্রিমিয়ার লিগে ২৪ গোল করেছেন সালাহ। অ্যাসিস্ট করেছেন ১৪টি। সমান গোল করেছেন টটেনহামের সন হিয়ুং-মিন। যার একটিও পেনাল্টি থেকে নয়। তারপরও পিএফএ’র বর্ষসেরার জন্য তালিকায় স্থান হয়নি কোরিয়ান ফরোয়ার্ডের। অবশ্য সালাহ-সন মিন যুগ্মভাবে গোল্ডেন বুট ভাগাভাগি করেছেন। ম্যানচেস্টার সিটি থেকে এক পয়েন্ট কম থাকায় লিভারপুলের হয়ে লিগ জেতা হয়নি সালাহর। তবে অলরেডদের কারাবো কাপ ও এফএ কাপ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।

পিএফএ’র এবারের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিটির ফিল ফোডেন। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন ২২ বছর বয়সী তারকা। সিটিজেনদের প্রিমিয়ার লিগ জেতাতে সহায়তা করেন তিনি। রায়ান গিগস, রবি ফাউলার, ওয়েন রুনি, ডেলে আলি ও হেম্পের পরে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ব্যাক-টু-ব্যাক এই পুরস্কার জিতলেন ফোডেন।

প্রিমিয়ার লিগে এবারের সেরা একাদশে ছয় জন লিভারপুলের। তিনজন ম্যানচেস্টার সিটির। একজন করে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের। রেড ডেভিলদের পুরো মৌসুম বাজে কাটলেও ব্যতিক্রম ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পিএফএ’র একাদশও সাজানো হয়েছে পর্তুগিজ উইঙ্গারকে আক্রমণভাগে রেখে।

প্রিমিয়ার লিগ বর্ষসেরা সেরা একাদশ: অ্যালিসন (গোলরক্ষক, লিভারপুল), আলেক্সান্দার-আর্নল্ড (লিভারপুল), ভন ডাইক (লিভারপুল), রুদিগার (চেলসি), কানসেলো (ম্যানচেস্টার সিটি), ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), বার্নাদো সিলভা (ম্যানচেস্টার সিটি, থিয়াগো (লিভারপুল), মানে (লিভারপুল), রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড), সালাহ (লিভারপুল)।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়