প্রকাশ : ০৬ জুন ২০২২, ১৩:০৮
মেসির রাতে জ্বলে উঠলেন রোনাল্ডো
রোববার রাতে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। ইউরোপের দলটিকে ৫-০ গোলে হারিয়েছেন আলবিসেলেস্তেরা।
আর এ পাঁচ গোলই এসেছে মেসির পা থেকে। মেসির এই বিধ্বংসী পারফরম্যান্সের রাতে দারুণ খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের জার্সিতে রীতিমতো জ্বলে উঠলেন ম্যানইউ তারকা।
তার জোড়া গোলে ভর করে শক্তিশালী সুইজারল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। রোনাল্ডো ছাড়া বাকি দুটি গোল করেন উইলিয়াম কারবাইয়ো ও হোয়াও ক্যানসেলো।
রোববার রাতের ম্যাচটি ছিল উয়েফা নেশনস লিগ ‘এ’ এর ২ নম্বর গ্রুপের। হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করেছিলেন ফুটবলপ্রেমীরা।
কারণ ফিফা র্যাংকিংয়ে বেশ কাছাকাছি অবস্থানে রয়েছে পর্তুগাল ও সুইজারল্যান্ড। ৮ম স্থানে পর্তুগিজ এবং সুইজারল্যান্ড রয়েছে ১৪তম স্থানে।
কিন্তু লিসবনের এস্টাডিও হোসে অ্যালভালাদের মাঠের লড়াই তা আর হলো কই।
ম্যাচের ১৫তম মিনিটেই সুইসদের জালে অ্যাকাউন্ট খোলেন পর্তুগালের উইলিয়াম কারবাইয়ো।
পোস্টের কাছ থেকে ডান পায়ের শটে গোল করেন তিনি। ৩৫তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন রোনাল্ডো।
ব্রুনো ফার্নান্দেসের এস্টাডিওকে মুহূর্তেই গোলে পরিণত করেন সিআর সেভেন।
সেই গোলের উল্লাসের রেশ কাটতে না কাটতেই জোড়া গোল পূরণ করেন রোনাল্ডো।
৩৯তম মিনিটে দ্বিতীয়বারের মতো জালে বল জড়িয়ে ব্যবধান ৩-০ করেন পর্তুগিজ যুবরাজ।
এই দুই গোলের সুবাধে দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সিআর সেভেনের স্কোর সংখ্যা দাঁড়াল ১১৭টিতে।
৪২ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয় রোনাল্ডোর। কানসেলোর ছয় গজ বক্সে বাড়ানো পাসে ছোঁয়াও দেন রোনাল্ডো। কিন্তু তা পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় বল।
শুধু এটি-ই নয় পুরো ম্যাচজুড়ে আরও বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেছেন রোনাল্ডো। নয়তো মেসির মতো তারও ৫ গোল হয়ে যেত এদিন।
৩ গোলে পিছিয়ে থেকে বিরতিতে নামে সুইজারল্যান্ড। কিন্তু ৪৫ মিনিটে একটি গোলও শোধ করতে পারেনি। উল্টো হালি হজম করেছেন সুইসরা।
৬৮ মিনিটে বার্নাডো সিলভার এসিস্টে হোয়াও ক্যানসেলো ডান পায়ের শটে গোল করেন।
রেফারির শেষ বাঁশিতে ৪-০ ব্যবধানের জয় নিয়ে সন্তুষ্ট থাকে পর্তুগাল।
দুই ম্যাচ থেকে পর্তুগালের অর্জন দাঁড়াল ৪ পয়েন্টের। গোল ব্যবধানে চেক রিপাবলিকের চেয়ে এগিয়ে রয়েছেন তারা। আর টানা দুই ম্যাচে পরাজয়ের কারণে সুইসদের এখনো কোনো পয়েন্টই নামের পাশে যোগ হলো না। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার পর টানা চার ম্যাচ জয়হীন রয়েছে সুইজারল্যান্ড।