বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ০৪ জুন ২০২২, ১১:৫৭

২৯ রাউন্ড গুলি, অল্পের জন্য বেঁচে গেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার

২৯ রাউন্ড গুলি, অল্পের জন্য বেঁচে গেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার
অনলাইন ডেস্ক

একটি দুটি নয়, ২৯ রাউন্ড গুলি ছোঁড়া হয়েছিল টটেনহ্যাম হটস্পারের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসন রয়ালকে লক্ষ্য করে। হটস্পারের চলতি মৌসুম শেষ করে এমারসন ছুটি কাটাতে ফিরেছিলেন দেশে। নিজের মতো করে কাটাচ্ছেন অবসর সময়টা। শুক্রবার রাতে গিয়েছিলেন সাও পাওলোর একটি নৈশ ক্লাবে। সেখান থেকে বের হবার সময় ঘটে বিপত্তি।

এমারসনের বাবা এমারসন জুলুর বরাত দিয়ে সংবাদমাধ্যম মারাকা-কে জানিয়েছে, ‘বন্ধুদেরকে সঙ্গে নিয়ে শুক্রবার রাতে নৈশ ক্লাবে যায় এমারসন। সেখান থেকে রাত তিনটার পর বের হয় এমারসন। এসময় সেখানে থাকা এক পুলিশ কর্মকর্তা অটোগ্রাফ নিতে যায়। যদিও তিনি ডিউটিতে ছিলেন না। এসময় এমারসনের সঙ্গে ওই পুলিশ কর্মকর্তা অটোগ্রাফ ও ছবি তুলে গাড়িতে পৌঁছে দিচ্ছিলেন। এমন সময় ছিনতাইকারী এমারসনের কাছে টাকা ও ব্যক্তিগত জিনিস চাইলে দিতে অপারগতা জানালে অস্ত্র বের করে গুলি ছোঁড়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

তবে ওই পুলিশ কর্মকর্তা ডিউটিতে না থাকলেও সাথে থাকা অস্ত্র বের করে গুলি করতে থাকেন। ২৯ রাউন্ড গুলি করতে হয়েছে। এসময় ওই ছিনতাইকারীর শরীরে গুলি লাগলে তবে থামে লড়াই।’

সঙ্গে থাকা এমারসনের এজেন্ট মারাকা-কে জানিয়েছে, ‘যখন গোলাগুলি শুরু হয় আমরা কোনও মতে লুকিয়ে বেঁছে ফিরেছি। আমি এটা দ্রুত ভুলতে চাই। আমি ইতিমধ্যে মানসিক প্রশিক্ষক, মনো বিশ্লেষক লিঙ্কন নুনেস এবং স্নায়ুবিজ্ঞানী ফ্যাবিয়ানো ডি আব্রুর সাথে যোগাযোগ করেছি। কারণ, এমারসন তার ক্যারিয়ারের দুর্দান্ত মুহূর্তে কাটাচ্ছে, টটেনহ্যামে দারুণ সময় কাটাচ্ছেন। আমি চাই না তার মনোযোগ সরে যাক।’

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়