বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১৩:০৮

নেপালের হেডকোচের পদে বাংলাদেশের সাবেক কোচ

নেপালের হেডকোচের পদে বাংলাদেশের সাবেক কোচ
অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল'কে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেপাল ক্রিকেট দল। আগামী দুই বছরের জন্য নেপাল পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি। হেডকোচ হিসেবে মন্টি দেশাইয়ের স্থলে দায়িত্ব পাচ্ছেন তিনি।

ঢাকা পোস্টকে স্টুয়ার্ট ল নিজেই জানিয়েছেন কোচ হওয়ার বিষয়টি। বললেন, কাজ করতে চান নিজের সর্বোচ্চ দিয়ে। সবশেষ আমেরিকা দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ল। এরপর তাকে সরিয়ে দেওয়া হয় প্রধান কোচের পদ থেকে। পরবর্তীতে এতদিন কোনো দলের সঙ্গে চুক্তিতে ছিলেন না তিনি।

এর আগে বাংলাদেশ যুবা দলের প্রধন কোচের দায়িত্বও পালন করেছেন ল। এছাড়া কাজ করেছেন আফগানিস্তান প্রধান দলের হয়েও। তার অধীনেই ২০১২ সালে প্রথম এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ।

স্কটল্যান্ডের মাঠে নেদারল্যান্ডস, নেপাল এবং স্কটল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ দিয়ে যাত্রা শুরু হবে ল’এর নেপাল অধ্যায়। এই সিরিজ ওয়ার্ল্ড কাপ লিগ-২ এর অন্তর্ভুক্ত। বর্তমানে নেপাল এই লিগে নিচ থেকে ২য় অবস্থানে আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়