প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১৯:২৭
আর্জেন্টিনা ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় নেইমারসহ ১০ ব্রাজিলিয়ান

৪ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিশ্ব ফুটবলের পরাশক্তিরা। চলতি মাসেই লাতিন অঞ্চলের দেশগুলো ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে দুটি করে ম্যাচ খেলবে। এর মাঝে রয়েছে সুপার ক্লাসিকোও, দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হবে আগামী ২৬ মার্চ। সেই ম্যাচ থেকে নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় রয়েছেন ১০ সেলেসাও তারকা ফুটবলার।
আর্জেন্টিনা ম্যাচের আগে ২১ মার্চ ব্রাজিল ঘরের মাঠ মানে গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়াকে আতিথ্য দেবে। সেই ম্যাচে একটি হলুদ কার্ড দেখলেই আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন ব্রাজিলের এমন ফুটবলার আছেন ১০ জন। কারণ বিশ্বকাপ বাছাইপর্বে ইতোমধ্যে তারা একটি করে হলুদ কার্ড দেখেছেন। কনমেবলের (দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা) নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার বাছাইয়ে দুটি হলুদ কার্ড দেখলে তিনি পরের ম্যাচ খেলায় নিষিদ্ধ হবেন। সে কারণে কলম্বিয়া ম্যাচে খুব সতর্কতার সঙ্গে হলুদ কার্ড এড়িয়ে খেলতে হবে ব্রাজিলের বেশিরভাগ খেলোয়াড়কে।
আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল ২৬ মার্চ ম্যাচ খেলবে অ্যাওয়ে হিসেবে। ম্যাচটি হবে আলবিসেলেস্তেদের মাস মনুমেন্তাল স্টেডিয়ামে। ব্রাজিলের আসন্ন দুটি ম্যাচের জন্য গত ৬ মার্চ দল ঘোষণা করেছিল ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। যেখানে এক বছরেরও বেশি সময় পর জাতীয় দলের স্কোয়াডে ডাক পেলেন তারকা সুপারস্টার নেইমার জুনিয়র। তার দলে ফেরা নিয়ে সেলেসাও কোচ ও নেইমার নিজেও বেশ রোমাঞ্চিত। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নামার আগে এই তারকা ফরোয়ার্ডও নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন।
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের হলুদ কার্ড দেখেছেন যারা
নেইমার জুনিয়র
ভিনিসিয়ুস জুনিয়র
রাফিনিয়া
রদ্রিগো
এডারসন মোয়ারেস
গ্যাব্রিয়েল মাগালায়েস
ব্রুনো গুইমারেস
আন্দ্রে
দানিলো
ম্যাথিউস কুনহালম্বা এই তালিকাই মূলত ব্রাজিলের জন্য বড় দুশ্চিন্তার কারণ। লাতিন অঞ্চলে শরীর সর্বস্ব খেলার আধিপত্য দেখা যায়। তাই প্রতিপক্ষকে ঠেকানোর পাশাপাশি হলুদ কার্ড এড়ানো এখানকার দলগুলোর জন্য কঠিনই বটে। বিশেষ করে শঙ্কায় থাকা ব্রাজিলের বেশিরভাগ ফুটবলারই বড় মুখ। নেইমার ছাড়াও ভিনিসিয়ুস, রাফিনিয়া কিংবা রদ্রিগোদের মতো যেকোনো একজন তারকার অনুপস্থিতিও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচের উত্তেজনায় প্রভাব ফেলতে পারে।
২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই ব্রাজিল। নেইমার ফেরার পর সেই পরিস্থিতি বদলাতে চাইবে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান পাঁচে। যথাক্রমে শীর্ষ চারে আছে– আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর ও কলম্বিয়া।