প্রকাশ : ০৩ জুন ২০২২, ১২:৩৯
ফের শ্রীলঙ্কার ‘বোলিং স্ট্র্যাটেজি’ কোচের দায়িত্বে মালিঙ্গা
বাংলাদেশ সফর শেষ করে শ্রীলঙ্কা ক্রিকেট দল দেশে ফিরেছে বেশ কয়েকদিন হয়। এবার তারা প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া সিরিজের জন্য।
ঘরের মাটিতে অজিদের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে লঙ্কানরা। আসন্ন এই সিরিজের জন্য কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে ফের ‘বোলিং স্ট্র্যাটেজি’ কোচের দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
জাতীয় দলের সঙ্গে মালিঙ্গার কাজ হবে মাঠে কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করার জন্য কৌশল শেখানো এবং প্রযুক্তিগত দক্ষতা প্রদান। এমনটায় জানায় বোর্ড।
এসএলসি’র বিবৃতি, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে মালিঙ্গার প্রভূত অভিজ্ঞতা এবং ডেথ-বোলিংয়ে তার দক্ষতার প্রতি আত্মবিশ্বাস আছে শ্রীলঙ্কা ক্রিকেটের। যা এই গুরুত্বপূর্ণ সিরিজে দলকে ব্যাপকভাবে সাহায্য করবে।’ এর আগেও বোলিং স্ট্র্যাটেজি কোচ হিসেবে দেখা গেছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ককে। এই বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে লঙ্কান দলে এই ভূমিকায় ছিলেন মালিঙ্গা। এছাড়া পঞ্চদশ আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং দলেও দলেনও ছিলেন তিনি। তার দল খেলেছে ফাইনালেও।
সূত্র: দেশ রূপান্তর