বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ৩১ মে ২০২২, ১৫:৫৪

সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন সাকিব

সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন সাকিব
অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে সূচি অনুযায়ী সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল সাকিব আল-হাসানের। মেডিকেল চেক-আপ করতেই মূলত সিঙ্গাপুর যাওয়া তার।

মেডিকেল চেক-আপ শেষে সাকিবের যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। তবে তিনি আপাতত যুক্তরাষ্ট্রে নয়, দেশেই ফিরেছেন। নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

চোট-সংক্রান্ত বিষয়ে সিঙ্গাপুর যাননি সাকিব। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, নিয়মিত চেক-আপের জন্যই সিঙ্গাপুর যাওয়া সাকিবের।

এদিকে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর গুঞ্জন ওঠে মুমিনুল হকের বদলে নেতৃত্ব দেওয়া হতে পারে সাকিবকে। গুলশানে আজ (৩১ মে) মুমিনুলের সঙ্গে মিটিংয়ে বসার কথাও রয়েছে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের। জানা গেছে, এই মিটিংয়ে যোগ দিতে পারেন সাকিবও।

তবে গুঞ্জন আছে, ২০১৯ সালে নেতৃত্ব হারানো সাকিব সম্মতি দিয়েছেন আবারও টেস্ট দলের নেতৃত্বে ফিরতে। যদি তাই হয়, আসন্ন ওয়েস্ট ইন্ডিজে দলকে নেতৃত্ব দেবেন দেশসেরা এই অলরাউন্ডার।

উল্লেখ্য, সাকিবের অধীনে বাংলাদেশ ১৪টি টেস্ট খেলে ৩টি জয় পেয়েছিল, হেরেছিল ১১টি ম্যাচে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়