প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৪:২৫
এক হ্যাটট্রিকে র্যাংকিংয়ে ৪৮ ধাপ এগোলেন বাংলাদেশি পেসার
ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজটা ভালো কাটেনি বাংলাদেশের। দলীয় হতশ্রী পারফরম্যান্সে ভরাডুবি ঘটেছে স্বাগতিক টাইগ্রেসদের। তবে হতাশার সিরিজে প্রাপ্তি বলতে কয়েকজনের ব্যক্তিগত সাফল্য। বিশেষ করে দলের বোলাররা নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন ভালোভাবেই।
সেই পারফরম্যান্সের সুবাদেই এবার আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের বোলাররা। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে পেসার ফারিহা তৃঞ্চা হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন। সেই হ্যাটট্রিক করে আইসিসি র্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন তিনি। আজ আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাংকিংয়ে এ তথ্য দেখা গিয়েছে।
বোলারদের মধ্যে ৫ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছেন স্পিনার রাবেয়া খান। বাংলাদেশিদের মধ্যে সবার প্রথমেই আছেন তিনিই। এদিকে নাহিদা আক্তার ২ ধাপ এগিয়ে আছেন ২৪তম স্থানে। ফারিহা তৃষ্ণা ৪৮ ধাপ এগিয়ে বর্তমানে ৮৭তম স্থানে রয়েছেন।
ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।
এদিকে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সোফি একলেস্টন। এ ছাড়া টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাংকিংয়ে ১ ধাপ এগিয়েছেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি। বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থান নিগার সুলতানা জ্যোতির, রয়েছেন ১৬তম স্থানে।