বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ২২:২০

আর্জেন্টিনার দুটি ম্যাচেই খেলতে পারবেন না মেসি

আর্জেন্টিনার দুটি ম্যাচেই খেলতে পারবেন না মেসি
অনলাইন ডেস্ক

কোপা আমেরিকার প্রস্তুতির জন্য চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কিন্তু ভক্তদের প্রতীক্ষার দুটি ম্যাচ থেকেই ছিটকে গেছেন দলের প্রধান তারকা লিওনেল মেসি।

এমনটিই দাবি করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তা।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, এলসালভেদর ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দুটিতে খেলতে পারবেন না মেসি। ইনজুরির কারণে এসব ম্যাচ থেকে ছিটকে গেছেন ইন্টার মিয়ামি তারকা।

একই কারণে শনিবার ইন্টার মিয়ামির একটি ম্যাচও মিস করেছেন ৩৬ বছর বয়সী তারকা ফুটবলার মেসি। আর্জেন্টাইন এই ফুটবলার দলে না থাকলেও জোড়া গোল করে মিয়ামিকে জিতিয়েছেন আরেক ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।

উল্লেখ্য, এলসালভেদরের বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামবে আগামী ২২ মার্চ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায়। এর ৪দিন পর লস অ্যাঞ্জেলসে কোস্টারিকার বিপক্ষে আরেকটি ম্যাচ খেলতে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়