বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ২৬ মে ২০২২, ১১:৪৯

এমন কাণ্ড ঘটিয়ে শাস্তি পেলেন তাইজুল

এমন কাণ্ড ঘটিয়ে শাস্তি পেলেন তাইজুল
অনলাইন ডেস্ক

শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনে বল হাতে হতাশাময় দিন কাটিয়েছে বাংলাদেশ। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি তেতো স্বাদের খবর। শাস্তি পেয়েছেন বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গের অপরাধ করেছেন তিনি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

শ্রীলংকার ইনিংসের ৬৯তম ওভারে তাইজুলের চতুর্থ ডেলিভারিটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন ম্যাথিউস। রান নেওয়ার চেষ্টাই করেননি তিনি। পপিং ক্রিজের মধ্যেই ছিলেন। কিন্তু তাইজুল ফলো থ্রু-তে বল ধরেই থ্রো করে বসেন, যা আঘাত করে ম্যাথিউসের ডান হাতে।

আইসিসির নীতিমালার ২.৯ অনুচ্ছেদের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে তাইজুলের এই কাণ্ড। কারণ ছাড়াই খেলোয়াড় বা অন্য কারও দিকে বল ছুড়লে শাস্তি পেতে হবে নিশ্চিত।

আইসিসির সেই নিয়মানুযায়ী, তাইজুলকে চলতি ম্যাচের ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অর্থাৎ বাঁহাতি এই স্পিনারকে দেড় লাখ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি তার নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে তাইজুলের এটিই প্রথম ডিমেরিট পয়েন্ট।

গতকাল এ ঘটনায় মাঠের দুই আম্পায়ার শরফুদৌলা ইবনে সৈকত ও জোয়েল উইলসনের রিপোর্টের ওপর ভিত্তি করে তাইজুলকে ডিমেরিট পয়েন্ট এবং জরিমানার শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তাইজুল নিজের অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়