প্রকাশ : ২৬ মে ২০২২, ১১:৪৫
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইনিংস শুরু উমর গুলের
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন উমর গুল। এক বছরের চুক্তিতে আফগানিস্তান দলের নতুন বোলিং কোচ হয়েছেন পাকিস্তানের এই সাবেক তারকা পেসার। চুক্তির মেয়াদ এ বছরের শেষ পর্যন্ত।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, জুনে জিম্বাবুয়েতে সাদা বলের সিরিজ দিয়ে শুরু হবে গুলের কোচ জীবন। আফ্রিকার দলটির বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ থেকেই রশিদ খানদের দায়িত্ব নেবেন গুল।
আন্তর্জাতিকে অভিষেক বলা হলেও কোচ হিসেবে অভিজ্ঞতা অনেক আগেই অর্জন করেছেন গুল।
গত বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বোলিং কোচ হিসাবে শুরু হয় গুলের কোচিং ক্যারিয়ার।
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানদের ক্যাম্পে বোলিং পরামর্শক হিসাবে কাজ করেন গুল। ওই ক্যাম্পে আফগান দলের ব্যাটিং উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয় সাবেক পাকিস্তান অধিনায়ক ইউনুস খানকে।
সেখানেই গুলের কাজ আপ্লুত করে আফগান বোর্ডকে। উমরকে তার পরেই পাকাপাকিভাবে বোলিং কোচের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয় এবং তিনি সম্মত হন দায়িত্ব নিতে।
প্রসঙ্গত, ৩৯ বছর বয়সি উমর গুল পাকিস্তানের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ২৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সীমিত ওভারের ক্রিকেটে তার সাফল্য ছিল নজরকাড়া। ১৩০টি ওয়ান ডে ম্যাচে গুল ১৭৯টি উইকেট নিয়েছেন।
৬০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তার উইকেট সংখ্যা ৮৫। এ ছাড়া ৪৭টি টেস্টে উমর ১৬৩টি উইকেট সংগ্রহ করেছেন। গুল ২০০৭ ও ২০০৯ টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন।