প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ২২:২৩
সাকিব-তাসকিনের চোট নিয়ে যা জানালেন বিসিবির চিকিৎসক
বিশ্বকাপ চলাকালেই চোটে পড়েন সাকিব আল হাসান আর তাসকিন আহমেদ। সাকিব শেষ ম্যাচের আগে দেশে ফেরেন। তাসকিন আহমেদ বিশ্বকাপ পুরোটা শেষ করে আসলেও মাঝে ভারত আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি।
মূলত কাঁধের চোটে ভুগছেন তাসকিন। তাই ঝুঁকি না নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে তাকে বিশ্রাম দিয়েছে বিসিবি। সাকিবের চোটটা হাতের আঙুলে। তিনিও কিউইদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে নেই।
বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী সাকিবের চোটের আপডেট জানাতে গিয়ে বলেন, ‘শুরুতে যেমন ছিল, সাকিবের ব্যথা অনেকটা কমে এসেছে। এ ধরনের ব্যথা ৩ সপ্তাহ পর দেখতে হয়। এক সপ্তাহ পর আবার এক্স-রে করতে হবে। এরপর আমরা একটা সিদ্ধান্ত জানাতে পারব।’
তাসকিন অবশ্য বোলিং করতে পারছেন। তবে তার চোটটা যেহেতু বারবার ফিরে আসছে, তাই তাকে দীর্ঘ সময় বোলিং থেকে দূরে রাখতে চাইছে বিসিবি।
দেবাশীষ বলেন, ‘তাসকিনের কাঁধে বার বার ব্যথা উঠছে। আমরা চাইছি ওকে লম্বা সময় বোলিং থেকে দূরে রাখতে। এই বিষয়ে ওর সঙ্গে আলাপও হয়েছে।’
‘সে বোলিং করতে পারছে তবে ওর ক্যারিয়ার বিবেচনা করেই এই সিদ্ধান্ত। মাঝে মাঝে ওকে ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে। বলের গতির দিকেও একটু সমস্যা দেখা দিচ্ছে। আমরা চাইছি ও পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক, ৪ সপ্তাহের জন্য ওর বোলিং আপাতত বন্ধ আছে। আমাদের লক্ষ্য বিপিএলের আগে ওকে ফিট করে তোলা।’
গত আগস্টে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপে খেলতে পারেননি এবাদত হোসেন। টাইগার এই পেসার ইংল্যান্ডে গিয়ে অস্ত্রোপচার করান। তার উন্নতির কী অবস্থা সেটি জানতে ফের লন্ডনে যাচ্ছেন তিনি।
এবাদতের সর্বশেষ অবস্থা নিয়ে দেবাশীষ বলেন, ‘এবাদতের হাটুর অপারেশন হয়েছে দুই মাস হতে চললো। সে তার চোটের অবস্থা বুঝতে আবারও ইংল্যান্ড যাচ্ছে।’
‘অগ্রগতি হয়েছে, তবে চোটের অবস্থা বুঝতে যে অপারেশন করেছে তার কাছে পাঠানো হচ্ছে এবাদতকে। এই মাসের ৩০ তারিখ ওর ডাক্তার দেখানোর কথা। এর দুই-একদিন আগে সে যাবে, ডাক্তারের সঙ্গে দেখা করে আবার কয়েকদিন পরই ফিরে আসবে।’