প্রকাশ : ২৫ মে ২০২২, ১২:৪৫
বর্ষসেরা কোচের দুই স্বীকৃতি পেলেন ক্লপ
কোয়াড্রপল স্বপ্ন পূরণ হয়নি লিভারপুলের। তবে এখনো ট্রেবল জয়ের আশা বাঁচিয়ে রেখেছে অলরেডরা। ২৮ মে প্যারিসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইউর্গেন ক্লপের দল।
তার আগে দুই স্বীকৃতি পেলেন অ্যানফিল্ডের জার্মান কোচ। লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন ক্লপ।
এই পুরস্কারের নাম রাখা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের নামে। এই অ্যাসোসিয়েশনের সদস্য ইংলিশ ফুটবলের সব বিভাগের কোচদের ভোটে এই স্বীকৃতি পেলেন তিনি। এছাড়া ক্লপের হাতে উঠেছে প্রিমিয়ার লিগ ম্যানেজারের বর্ষসেরার পুরস্কারও।
চলতি মৌসুমে ৫৪ বছর বয়সী কোচের অধীনে কারাবো কাপ ও এফএ জিতেছে লিভারপুল। তবে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ড পর্যন্ত লড়াই করে অলরেডদের সন্তুষ্ট থাকতে হয়েছে রানার-আপ হয়ে। গত রবিবার ৯৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ জেতে ম্যানচেস্টার সিটি। তাদের চেয়ে এক পয়েন্ট কম ছিল লিভারপুলের।
সূত্র: আরটিভি