প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০১:৪১
আফগানদের উড়িয়ে ফের শীর্ষস্থান দখলে নিলো নিউজিল্যান্ড
চতুর্থ রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড-আফগানিস্তান। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো আফগানরা বুঝি এবার কিউইদের হারাতে যাচ্ছে? সারাদিন এমন আলোচনা হলেও শেষ পর্যন্ত পুচকে আফগানকে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফের দখলে নিয়েছে গত আসরের রানার্সআপরা।
বুধবার (১৮ অক্টোবর) আফগানদের সামনে ২৮৯ রানের লক্ষ্য দাঁড়া করায় কিউইরা। দলীয় একশ রানের আগেই (৯৭ রানে) ৪ আর ১০৭ রানের মধ্যে ৫ হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে আফগানরা। সেখান থেকে আর লড়াইয়ে ফিরতে পারেনি। ৩৪.৪ ওভারে ১৩৯ রানে অলআউট হয় হাসমতউল্লাহর দল।
শেষ পর্যন্ত ১৪৯ রানের বড় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে নিউজিল্যান্ড। টানা চার ম্যাচ জিতেছে তারা।
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে রান তাড়ায় নেমে রহমত শাহ আর আজমতউল্লাহ ওমরজাই ছাড়া আফগান ব্যাটারদের আর কেউ লড়াইও করতে পারেননি। রহমত শাহ ৩৬ আর ওমরজাই করেন ২৭ রান। এর আগে তিন হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২৮৮ রানের বড় পুঁজিই দাঁড় করিয়েছিল কিউইরা।