প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৫:৫৩
বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা
চলতি মাসেই (অক্টোবর) বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিদা দারের নেতৃত্বে পাকিস্তান সিরিজটি খেলবে।
আগামী ২০ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে পাকিস্তান দলের। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তারা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর মধ্যে তিনটি ওয়ানডে ম্যাচই আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২-২৫ এর অংশ। যদিও সিরিজের সূচি এবং ভেন্যু এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক বছর পর পাকিস্তান জাতীয় দলে ফিরেছেন ইরাম জাভেদ। ২০২২ সালে তিনি বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এছাড়া দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা শাওয়াল জুলফিকার এবং সৈয়দা আরুব শাহ এবারের স্কোয়াড থেকে বাদ পড়েছেন। ইনজুরির কারণে জায়গা মেলেনি ফাতিমা সানারও।
পাকিস্তান স্কোয়াড :
নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, বিসমাহ মারুফ, দিয়ানা বেগ, ঘুলাম ফাতিমা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাজিহা আলভি (উইকেটরক্ষক), নাশরা সুন্ধু, নাতালিয়া পারভেজ, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, উম্মে হানি এবং ওয়াহিদা আক্তার।
নন-ট্রাভেলিং রিজার্ভ : আম্বার কায়নাত, ওমাইমা সোহেল এবং সিদরা নেওয়াজ।