প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৫:৫০
শেষ মুহূর্তের নাটকীয় গোলে বাংলাদেশের ড্র
দুই অর্ধেই কয়েকবার গোলের সুযোগ পায় বাংলাদেশ। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। ম্যাচ যখন গোলশূণ্য ড্রয়ের পথে এগোচ্ছিল তখনই আচমকা গোল করে এগিয়ে যায় মালদ্বীপ। কিন্তু বাংলাদেশ হাল ছাড়েনি। দ্বিতীয়ার্ধে বদলি নামা সাদ উদ্দিনের গোলে মালদ্বীপ থেকে ড্র নিয়ে ফিরছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই প্লে অফের ফিরতি লেগ ১৭ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায়। ওই দিনই চূড়ান্ত হবে কারা যাচ্ছে পরের রাউন্ডে।
মালে আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে শুরুতেই বেশ কয়েকবার সুযোগ সৃষ্টি করেছিল বাংলাদেশ। কিন্তু ফিনিশিংয়ের অভাবে দেখা মিলছিল না অধরা সেই গোলের। ঘরের মাঠে মালদ্বীপও আধিপত্য ধরে রেখে পাল্টা জবাব দিচ্ছিলো। তবে ফিনিশিংয়ের অভাবে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণে কিছুটা ধার বাড়ায় স্বাগতিকরা। কিন্তু খুব একটা সুবিধা করতে পারছিল না তারা। অবশেষে ম্যাচের ৮৭ মিনিটে হাসান নাজিমের গোলে লিড নেয় স্বাগতিকরা। এরপরই মাঠে নামেন সাদ উদ্দিন।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মালদ্বীপ। যোগ করা সময় দেওয়া হয় ৫ মিনিট। ৯০+২ মিনিটের মাথায় সাদ উদ্দিন গোল করে সমতা ফেরান। রাকিবের ক্রসে সাদ পা ছুঁইয়ে মালদ্বীপ কিপারের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়েছেন। তবে গোল করার পর উদ্দাম উদযাপনের স্রোতে জার্সি খুলে পেয়েছেন হলুদ কার্ড।
ফিরতি ম্যাচে আগামী মঙ্গলবার ঘরের মাঠে কিংস অ্যারেনায় মালদ্বীপকে আতিথ্য দিবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বের পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কাবরেরার শিষ্যদের সামনে।