প্রকাশ : ২৪ মে ২০২২, ১৫:২৮
আচরণবিধি ভেঙে ঢাকা ছাড়ছেন কামিল মিশারা
বাংলাদেশ সফর দিয়েই শ্রীলঙ্কা জাতীয় দলে ডাক পেয়েছিলেন ব্যাটার কামিল মিশারা। দলে ডাক পেলেও চট্টগ্রাম টেস্টের একাদশে সুযোগ হয়নি। খেলা হচ্ছে না ঢাকা টেস্টেও। চলছে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন। মিশারা ছিলেন টিম হোটেলে।
তাতেই কি না গুরুতর আচরণবিধি ভঙ্গ করেছেন মিশারা; যার দায়ে ১৮ সদস্যের দল থেকে দ্রুত দেশে ফেরার ডাক পড়েছে তার। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিশারা আচরণবিধি (১) ধারা ভঙ্গ করেছে; যা অশোভন আচরণবিধির ধারা বোঝায়।
লঙ্কান ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, দেশে ফেরার পর মিশারাকে জিজ্ঞাসাবাদ করে জানানো হবে কী শাস্তি পাচ্ছেন ২১ বছর বয়সী এই ব্যাটার।
টেস্ট দলে ডাক পাওয়া মিশারার এখনও অভিষেক হয়নি ওয়ানডেতে। তবে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে পাঁচ গড়ে করেছেন মাত্র ১৫ রান।
সূত্র: আরটিভি