প্রকাশ : ২৩ এপ্রিল ২০২২, ০৯:৫১
আইসিসির মহাব্যবস্থাপক পদে পিসিবি’র সাবেক সিইও
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান নির্বাহী ওয়াসিম খানকে মহাব্যবস্থাপক হিসেবে নিযুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি।
আট বছর দায়িত্ব পালন করার পর গত নভেম্বরে পদত্যাগ করা আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালার্ডিসের কাছ থেকে দায়িত্ব নিয়ে আগামী মে মাস থেকে দায়িত্ব শুরু করবেন ওয়াসিম খান।
আইসিসি’র মহাব্যবস্থাপকের দায়িত্ব পেয়ে প্রেস বিজ্ঞপ্তিতে ওয়াসিম খান বলেছেন, ‘আইসিসিতে যোগ দিতে পেরে আমি সম্মানিত। আমি আর অপেক্ষা করতে পারছি না দায়িত্ব শুরু করতে। আমি অন্য সদস্যদের নিয়ে সর্বোচ্চ চেষ্টা করব ক্রিকেটকে শক্তিশালী করতে।’
ওয়াসিম খান আরও বলেছেন, ‘বিশেষ করে আমি নারী ক্রিকেটের উন্নতিতে কাজ করব। যাতে করে মেয়েরা ক্রিকেটের প্রতি আরও বেশি মনযোগী হয়। গত এক দশকে কি হয়েছে সেটি থেকেও বেশি কিছু করতে আমি চেষ্টা করব সামনের দিনগুলোতে।’
সাবেক এই বাঁ-হাতি ব্যাটার ওয়াসিম ইংল্যান্ডের কাউন্টি দল ওয়ারউইকশায়ার, সাসেক্স এবং ডার্বিশায়ারের হয়ে ৫৮টি প্রথম-শ্রেণীর ম্যাচ এবং ৩০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন।
ক্রিকেটার ওয়াসিম খান যতটা না পরিচিত, তার থেকেও বেশি সমাদৃত প্রশাসনিক ভূমিকার জন্য। তিনি ক্রিকেট ফাউন্ডেশন ও লিসেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সিইও ছিলেন।
ওয়াসিমকে মহাব্যবস্থাপকের ভূমিকায় স্বাগত জানিয়ে জিওফ অ্যালার্ডিস বলেছেন, ‘আইসিসিতে ওয়াসিমকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তিনি ক্রিকেট এবং এর স্টেকহোল্ডারদের সম্পর্কে বেশ ভালো অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছেন। আশা করি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে।’
ওয়াসিম ২০১৯ সালে পিসিবি'র সিইও হিসেবে দায়িত্ব শুরু করেন। তবে ২০২১ সালে তার চাকরীর মেয়াদ শেষ হবার চার মাস আগে আগে গত সেপ্টেম্বরে দায়িত্ব থেকে পদত্যাগ করেন।
সূত্র: আরটিভি