বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০১

বিশ্বকাপ দলে তামিমের জায়গায় তানজিদ তামিম

বিশ্বকাপ দলে তামিমের জায়গায় তানজিদ তামিম
অনলাইন ডেস্ক

ভারতে অনুষ্ঠেয় পঞ্চাশ ওভারের বিশ্বকাপের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই দলে দেশ সেরা ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জায়গা হয়নি। তার জায়গায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ২২ বছর বয়সী তানজিদ হাসান তামিম বিশ্বকাপ দলে থাকছেন বলে জানা গেছে।

এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন বিশ্বকাপের ১৫ জনের দলে। এশিয়া কাপে খেলা আফিফ হোসেন-শামীম পাটোয়ারিরা পারফরম্যান্স করতে না পারায় রিয়াদের কাছে ফিরতে হয়েছে বিসিবির।

এছাড়া বিশ্বকাপের যাওয়া বাকি সদস্যদের নাম অনুমিতই ছিল। সাকিব আল হাসানের নেতৃত্বে নাজমুল শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, তাসকিনদের বিশ্বকাপ দলে জায়গা পাকা ছিল। টিম ম্যানেজমেন্টের চিন্তা ছিল তানজিদ তামিম ও তানজিম সাকিবের মধ্যে কাকে বেছে নেওয়া হবে। তামিম ইকবাল না থাকায় ওই প্রশ্নের উত্তর সহজে মিলে গেছে।

তামিম ইকবাল দীর্ঘ ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলে ৪৪ রান করেছিলেন। কিন্তু কোমরের অস্বস্তি থেকে মুক্তি মেলেনি তার। কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপে ‘আনফিট’ ক্রিকেটার নিতে চাননি। তামিমকে তাই বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে।

বিশ্বকাপ বাংলাদেশের সম্ভাব্য দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মাহেদী, তানজিদ তামিম, তানজিম সাকিব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়