বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ২৩ মে ২০২২, ১৫:৪৮

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে কুশল মেন্ডিস

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে কুশল মেন্ডিস
অনলাইন ডেস্ক

ঢাকা টেস্টের প্রথম সেশনের প্রায় শেষের দিকের ঘটনা। ২৩তম ওভারের প্রথম বলের মাথায় হঠাৎই বসে পড়েন কুশল মেন্ডিস। আসিথা ফার্নান্দোর করা বল উইকেট রক্ষক নিরশন ডিকভেলার কাছে গেলে কুশলের হাতে বল দেন। এরপর বসে পড়ায় দ্রুত মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় মেন্ডিসকে।

জানা গেছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে কুশল মেন্ডিসকে। সেখানে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। শ্রীলঙ্কা দলের সঙ্গে থাকা ডাক্তার মঞ্জুর চৌধুরী জানিয়েছেন, হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে কুশলকে।

কুশল মেন্ডিসের জায়গায় ফিল্ডিং করতে মাঠে নেমেছেন কামিন্দু মেন্ডিস। এর আগে প্রথম টেস্টে খেলার সময় টাইগার পেসার শরিফুল ইসলামের বলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন বিশ্ব ফার্নান্দো। তার বদলে খেলতে নেমেছিলেন কাসুন রাজিথা। যিনি এই ম্যাচে মূল একাদশেই জায়গা করে নিয়েছেন।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়