প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৯
নেপাল বধে সুপার ফোরে ভারত
এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে সোমবার (৪ সেপ্টেম্বর) মুখোমুখি হয় ভারত ও নেপাল। পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচটি বৃষ্টির হানায় পণ্ড হয়েছিল। পাকিস্তানের প্রতিপক্ষের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হেরেছে নেপাল। দুই দলই তাই জয়ের লক্ষ্য নিয়েই সোমবার মাঠে নামে। ফেভারিট ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪৮.২ ওভারে ২৩০ রানের সংগ্রহ করে হিমালয় কন্যারা। এরপর ২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরুই করেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ২.১ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়।
বৃষ্টি বন্ধ হলে ওভার কমিয়ে রোহিতদের সামনে বৃষ্টি আইনে ২৩ ওভারে ১৪৫ রানের লক্ষ্যমাত্রা দাড় করানো হয়। ২০.১ ওভারে দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল ১৪৭ রান তুলে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন। নেপালকে ১০ উইকেটে হারানোর মধ্য দিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ৭৪ রানে এবং শুভমান গিল ৬৭ রানে অপরাজিত থাকেন।
এর আগে পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। যার কারণে নেপালের হয়ে ইনিংস ওপেন করেন কুশাল ভার্তাল ও আসিফ শেখ। দুই ব্যাটার আগের ম্যাচে ব্যর্থ হলেও সোমবার ম্যাচে টিকে ছিলেন দীর্ঘ সময়। তাদের মধ্যে কুশাল ২৫ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে শারদুল ঠাকুরের শিকারে পরিণত হন। এরপর তিনে নামা ভিম শারকিকে ৭ রানে সাজঘরের পথ ধরান রবীন্দ্র জাদেজা। এর প্রান্তে আসিফ শেখ রক্ষণাত্মক খেলে ক্রিজে টিকে থাকলেও আরেক প্রান্তে চলতে থাকে উইকেট পতনের মিছিল।
নেপালের অধিনায়ক রোহিত পাউরেল চারে নেমে ফিরে যান ৫ রান নিয়ে, কুশাল মাল্লা আউট হন ২ রানে। এরপর গুলশান ঝা আসিফকে কিছুক্ষণ সঙ্গ দেন। নেপালি উইকেটরক্ষক ব্যাটার আসিফ সাজঘরে যান ৯৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে। তার এই ইনিংসে মাত্র ৮টি বাউন্ডারি ছিল, ছক্কা ছিল না একটিও। তিনি আউট হওয়ার পর গুলশান ২৩ রানে ও দ্বীপেন্দ্র সিং ২৯ রানে আউট হন। এরপর সাজঘরের পথ ধরেন নেপালের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলা সম্পাল কামি। তার বিদায়ের পর আর বেশিক্ষণ টিকেনি নেপালের ইনিংস।
লামিচেন ৯ রানে ও রাজবংশী ডাক মেরে আউট হলে ২৩০ রানে আটকে যায় দলটির ইনিংস। শেষ পর্যন্ত করণ কেসি ২ রানে অপরাজিত ছিলেন। ভারতীয়দের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট তুলেন মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা। বাকিদের মধ্যে শামি, পান্ডিয়া ও শারদুল ঠাকুর একটি করে উইকেট শিকার করেছেন।