প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০২:৩৬
এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যেতে পারছেন না লিটন
এশিয়া কাপ খেলতে বাংলাদেশ ছেড়েছে টাইগার বাহিনী। তবে অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারছেন না ব্যাটসম্যান ও উইকেটকিপার লিটন দাস।
রবিবার (২৭ আগস্ট) বেলা ১২টায় বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল।
জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়েছেন লিটন। এই মুহূর্তে তিনি শ্রীলঙ্কায় না গেলেও সুস্থ হলেই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার।
এর আগে এশিয়া কাপের জন্য শনিবার (২৬ আগস্ট) ছুটির দিনেও মাঠে অনুশীলন করেছেন লিটন।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠের নেটে বেশ কিছুক্ষণ অনুশীলনও করেছিলেন। তবে আজ দেশ ছাড়ার আগে জানা যায়, দলের সঙ্গে তিনি যাচ্ছেন না।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। এবারের আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট।
নিজেদের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা।
গতবারের মতো এবারো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট হবে ছয় দলের অংশগ্রহণে।
‘এ’ গ্রুপে মূল আয়োজক পাকিস্তানের সঙ্গী ভারত ও নেপাল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলংকা ও আফগানিস্তান।
এবারের আসরের মোট চারটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯টি ম্যাচের আয়োজক হিসেবে থাকবে শ্রীলংকা।
সূচি অনুযায়ী, ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে শ্রীলংকার ক্যান্ডিতে। টুর্নামেন্টের ফাইনাল সেপ্টেম্বরের ১৭ তারিখ।